Advertisement
Advertisement
Red Road Carnival

রেড রোডের কার্নিভালের পাস চড়া দামে বিক্রির অভিযোগে ধৃত যুবক, চাঞ্চল্য

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।

Youth arrested for allegedly selling Red Road carnival passes at high prices

প্রতীকী ছবি

Published by: Suhrid Das
  • Posted:October 6, 2025 4:48 pm
  • Updated:October 6, 2025 5:00 pm   

অর্ণব আইচ: কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল হয় গতকাল, রবিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা সেই কার্নিভালে উপস্থিত ছিলেন। কার্নিভাল দেখার জন্য পাস বা আমন্ত্রণপত্র দেওয়া হয়। সেই আমন্ত্রণপত্র সংগ্রহ করে বিক্রি করছিলেন এক যুবক। রীতিমতো সোশাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে ওইসব পাস বিক্রির কথা জানানো হয়েছিল বলে খবর। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করল। দক্ষিণ কলকাতার হরিদেবপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম অরুনেশ শিল।

Advertisement

কলকাতার রেড রোডে আয়োজিত কার্নিভাল দেখার আগ্রহ বহু সাধারণ মানুষের থাকে। আমন্ত্রণপত্র ছাড়া সেখানে উপস্থিত হওয়া সম্ভব হয়। ওই আমন্ত্রণপত্র বিক্রিও করা সম্পূর্ণ বেআইনি। সেই পুজোর কার্নিভালের একাধিক পাস বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছিলেন হরিদেবপুর থানা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। এরপর সোশাল মিডিয়ায় তিনি পাস বিক্রির কথা জানান। সেই পোস্ট পেয়ে একাধিক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

পাঁচ হাজার টাকা করে পাস পিছু বিক্রির কথা জানানো হয়। সেই পাস দরদাম করে তিন-চার হাজার টাকাতেও বিক্রি হয়েছিল বলে খবর। শেকসপিয়ার থানার পুলিশ সেই ঘটনার কথা জানতে পারে। থানায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরে তদন্তে নামে পুলিশ। আজ, সোমবার অরুনেশ শিল নামে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে কার্নিভালের বেশ কিছু পাস উদ্ধার হয়েছে। ধৃতকে এদিনই ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে ১০ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। এই পাস বিক্রির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, সেসব বিষয় জানার চেষ্টা করছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ