Advertisement
Advertisement
Haridevpur

খাস কলকাতায় যুবক ‘খুন’, হরিদেবপুরে মাছের বাজার থেকে উদ্ধার রক্তাক্ত দেহ

প্রাথমিকভাবে অনুমান, ওই যুবককে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে।

Youth found dead in Haridevpur fish market

প্রতীকী ছবি

Published by: Sayani Sen
  • Posted:September 1, 2025 9:03 am
  • Updated:September 1, 2025 9:48 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় যুবকের রহস্যমৃত্যু। দক্ষিণ কলকাতার হরিদেবপুরের কবরডাঙা মাছের বাজার থেকে উদ্ধার যুবকের দেহ। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ওই যুবককে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। যুবকের পরিচয় এখনও স্পষ্ট নয়। তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

অন্যান্য দিনের মতো সোমবার সকালে নির্দিষ্ট সময়ে মাছ ব্যবসায়ীরা কবরডাঙা বাজারে আসেন। তাঁরা দেখেন এক যুবক পড়ে রয়েছে। চতুর্দিক রক্তে ভেসে যাচ্ছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জুতো। তড়িঘড়ি স্থানীয় থানায় খবর দেওয়া হয়। সময় নষ্ট না করে পুলিশ প্রায় তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। স্নিফার ডগও নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত ওই যুবকের নাম, পরিচয় জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভারী কিছু দিয়ে আঘাত করে থেঁতলে খুন করা হয়েছে তাঁকে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। মাছের বাজারে ওই যুবককে খুন করা হয়েছে নাকি অন্য কোথাও খুনের পর দেহ ফেলে রেখে যাওয়া হয়েছে, সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। মাছের বাজারের মতো জনবহুল এলাকায় এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে আতঙ্কিত স্থানীয়রা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ