Advertisement
Advertisement

Breaking News

Alipore Zoo

যুদ্ধের আঁচে বাতিল ইজরায়েল, দক্ষিণ আফ্রিকার জেব্রা আসবে আলিপুর চিড়িয়াখানায়

কবে আসবে নতুন এই সদস্যরা?

Zebra from South Africa to arrive at Alipore Zoo
Published by: Suhrid Das
  • Posted:July 7, 2025 9:08 am
  • Updated:July 7, 2025 9:08 am   

নিরুফা খাতুন: ইজরায়েল আউট। দক্ষিণ আফ্রিকা ইন। গাজার সঙ্গে ইজরায়েলের যুদ্ধ থামার নাম নেই। ইরানের প্রত‌্যাঘাত সামলে এখনও ছন্দে ফিরতে পারেনি নেতানিয়াহুর দেশ। তাই সিদ্ধান্ত বদলে দক্ষিণ আফ্রিকা থেকেই এবার জেব্রা আনার সিদ্ধান্ত নিল আলিপুর চিড়িয়াখানা। দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি বন্যপ্রাণী পার্ক থেকে আনা হবে ছয়টি জেব্রা। কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে। কিন্তু তাদের হাতে পেতে আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে।

Advertisement

২০১০ সালে ইজরায়েল চারটি জেব্রা উপহার পাঠিয়েছিল আলিপুরকে। তাদেরই বংশধররা এখন নিউটাউন হরিণালয়-সহ বিভিন্ন চিড়িয়াখানার রয়েছে। বর্তমানে আলিপুরে তিনটি স্ত্রী ও একটি পুরুষ জেব্রা রয়েছে। অনেকদিন ধরে তাদের ঘরে খুশির খবর নেই। ২০২২ সালে দ্যুতির কোল আলো করে এসেছিল সন্তান। তারপর থেকে আলিপুরে জেব্রা পরিবারে নতুন কোনও সদস‌্য আসেনি। এদিকে জেব্রার পরিবার বাড়াতে চাইছে কর্তৃপক্ষ। সেজন‌্য বাইরে থেকে জেব্রা নিয়ে এসে প্রজননের সিদ্ধান্ত নেয় আলিপুর চিড়িয়াখানা। অবশ‌্য ইজরায়েল থেকে নয়, দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হবে সাদা-কালো ডোরাকাটা প্রাণীদের।

সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা নিয়ে আসার সিদ্ধান্ত প্রথমে নেওয়া হয়। কিন্তু সেদেশে আফ্রিকান ঘোড়া রোগের সংক্রমণ থাকায় স্থগিত হয়ে যায়। তারপর ইজরায়েল থেকে নিয়ে আসার কথা ভাবা হয়েছিল। ইজরায়েল যেহেতু আগে চারটি জেব্রা উপহার দিয়েছিল। কিন্তু গাজার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়ায় তাদের সঙ্গে আর কোনও যোগাযোগ করা হয়নি। ফের দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা ছয়টি জেব্রা পাঠাতে চায়। তবে তাদের পেতে সময় লাগবে। এবছর তাদের হাতে পাওয়া যাবে না। আলিপুরে একাধিক নয়া অতিথি নিয়ে আসার তালিকা বেশ দীর্ঘ। তার মধ্যে এই মাসেই চলে আসবে সবুজ অ‌্যানাকোন্ডা। এছাড়া মধ‌্যপ্রদেশ থেকে আফ্রিকান সিংহ নিয়ে আসার কথা রয়েছে। শীতের মরশুমে আফ্রিকান সিংহও চলে আসতে পারে বলে আশাবাদী আলিপুর কর্তৃপক্ষ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ