Advertisement
Advertisement
Zubeen Garg

‘সুরেই থেকো’, ‘প্রিয় ভাই’ জুবিনের মৃত্যুতে শোকবার্তা মমতার, অসমিয়া ভাষায় পোস্ট মোদির

সিঙ্গাপুরের অনুষ্ঠান করতে গিয়ে শুক্রবার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খ্যাতনামা গায়কের।

Zubeen Garg death: CM Mamata Banerjee and PM Narendra Modi express grief to his demise
Published by: Sucheta Sengupta
  • Posted:September 19, 2025 7:51 pm
  • Updated:September 19, 2025 8:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৫২ বছরেই অকস্মাৎ জীবন থেকে বিদায়। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে খ্যাতনামা গায়ক জুবিন গর্গের। তাঁকে ‘প্রিয় ভাই’ বলে সম্বোধন করে এক্স হ্যান্ডলে আবেগপ্রবণ পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় তিনি লিখলেন, ‘সুরে থেকো। তুমি আমাদের হৃদয় থাকবে।  তোমার গান অমর হয়ে থাকবে। গান আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবহমান থাকুক।’

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি অসমিয়া ভাষায় লিখেছেন, ‘জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছি। সঙ্গীত ক্ষেত্রে  আপনার অবিস্মরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার গান সকলের কাছে অতি প্রিয়। আপনার পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি!’ 

 

মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদির পাশাপাশি গায়ক জুবিনের মৃত্যুতে ফেসবুকে শোকজ্ঞাপন করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 

জুবিনের আকস্মিক মৃত্যুর খবর শুক্রবার দুপুরে প্রকাশ্যে আসতেই  শোকস্তব্ধ হয়ে পড়ে সঙ্গীত জগৎ। জানা যায়, সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন অসমের ভূমিপুত্র জুবিন গর্গ। সেখানে প্যারাগ্লাইডিং করতে যান তিনি। প্যারাগ্লাইডিং করার সময়ে আচমকাই সমুদ্রের মধ্যে পড়ে যান জুবিন। অনেকটা সময় অচৈতন্য অবস্থাতেই সমুদ্রের জলে ভেসেছিলেন। খবর পেয়েই, সিঙ্গাপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমুদ্র থেকে গায়ককে উদ্ধার করে তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করে। তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। কিন্তু শেষরক্ষা হয়নি। মাত্র ৫২ বছরের সুরের দুনিয়াকে চিরবিদায় জানালেন জুবিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ