নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: বর্ধমান শহরে পুজো দেখার সুবিধার্থে বিশেষ অ্যাপ পুলিশের। শুক্রবার এই অ্যাপের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সায়ক দাস। ‘সবার পুজো’ নামে এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এই অ্যাপের ব্যবহারকারী বিভিন্ন পুজো মণ্ডপে পৌঁছনোর ম্যাপ, যান নিয়ন্ত্রণের নির্দেশিকা-সহ খুঁটিনাটি জানতে পারবেন।
পুজোর দিনগুলিতে জেলা পুলিশের তরফে বর্ধমান শহরে যান নিয়ন্ত্রণ করেছে জেলা পুলিশ। শহরের নবাবহাট মোড় থেকে উল্লাস মোড় পর্যন্ত জিটি রোডে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে ৫ অক্টোবর সকাল ৪টা পর্যন্ত সমস্ত বাস ও মালবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
এছাড়া ৪ অক্টোবর পুজো কার্নিভালের দিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বর্ধমান শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হয়েছে। বাইক, টোটো ও রিকশাও যানের আওতায়। নির্দেশিকায় বলা হয়েছে, জিটি রোডের নবাবহাট মোড় থেকে আলিশা বাসস্ট্যান্ড পর্যন্ত, এনএইচ-১৯ সড়কের পল্লা মোড়, ডিভিসি মোড়, বেচারহাট মোড়, দামোদর কোল্ড স্টোরের সামনে, ঝিলিপিবাগান মোড়, তেলিপুকুর মোড়, তেজগঞ্জ মোড়, আঞ্জির বাগান, রথতলা মোড়, লাকুরডি মোড়, গোঁদা মোড়, নবাবহাট এনএইচ-২বি ক্রসিং, ভোতারপার (কাটোয়া রোড), কালনা রোড-সহ একাধিক এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.