Advertisement
Advertisement

তীব্র গরম কুকুরের মৃত্যুর সম্ভাবনা বাড়ায় ১০ শতাংশ! কীভাবে নিরাপদে রাখবেন পোষ্যকে?

মাথায় রাখুন টিপসগুলো।

Dog Care Tips: Extreme Heat Could Raise Death Risk For Pet Dogs By 10 percent
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 9, 2025 5:38 pm
  • Updated:July 9, 2025 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র গরম কুকুরের মৃত্যুর সম্ভাবনা বাড়ায় ১০ শতাংশ! সিডনির বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ফলে তীব্র গরমে, দাবদাহের পরিস্থিতি তৈরি হলে পোষ্য ও পথ কুকুরদের প্রতি আরও বেশি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

Advertisement

জানা গিয়েছে, সম্প্রতি তাপপ্রবাহ চলাকালীন কুকুরদের মৃত্যুর হার নিয়ে গবেষণা করা হয়। সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তাপপ্রবাহের সময় কুকুরদের মৃত্যু বাড়ে ১০ শতাংশ। কারণ, সারমেয়রা আশ্রয়, জলের জন্য মানুষের উপর নির্ভরশীল। তাই সবসময় প্রয়োজনীয় জিনিস পায় না ওরা। সেই কারণেই মূলত পোষ্যের মালিকদের সতর্ক করা হয়েছে। বাড়ির সারমেয় সন্তান হোক বা পথকুকুর, তীব্র গরমে (তাপমাত্রা ৩২ ডিগ্রির বেশি হলে) যাতে ওদের তুলনামূলক ঠান্ডায় রাখা যায়, শরীর আর্দ্র রাখা যায়, সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। 

সারমেয়দের পরিচর্চায় কী করবেন?

১. প্রতিদিনই নিয়ম মেনে পোষ্য সারমেয়দের হাঁটতে নিয়ে বেরন মালিকেরা। কিন্তু ভুলেও চড়া রোদে নয়। রোদের পাশাপাশি ভূগর্স্থ তাপের কথাও মাথায় রাখতে হবে। পায়ের নিচে তাপ লাগলে ক্ষতিগ্রস্ত হয় থাম্বপ্য়াড। তাই রোদ ওঠার আগে বা সন্ধ্যার দিকে হাঁটতে বেরন। পথকুকুরদের বাড়িতে আশ্রয় দিন।

২.দীর্ঘক্ষণ পার্কিংয়ে রাখা গাড়িতে ভুলেও পোষ্যকে তুলবেন না। আচমকা বন্ধ ও তপ্ত জায়গায় হিটস্ট্রোকের সম্ভাবনা। হতে পারে মৃত্যুও।

৩. অনেকেই মনে করেন পশম পুরোপুরি কেটে ফেললে গরমে স্বস্তি পায় সারমেয়রা। কিন্তু এই ধারনা একেবারে ভুল। পশম তাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই খুব প্রয়োজনে পশম ছোট করে দিতে পারেন। কিন্তু ভুলেও পুরোপুরি কাটবেন না।

৪. শরীর ঠাণ্ডা রাখে এমন জিনিস ব্যবহার করুন।

৫. পথ কুকুরদের জন্য বাড়ির বাইরে পাত্রে জল রাখুন। পেট ঠান্ডা করে এমন খাবার দিন।

প্রসঙ্গত, ক্রমাগত গাছকাটা-সহ পরিবেশের উপর লাগাতার অত্যাচারের কারণে তাপপ্রবাহের পরিস্থিতি বর্তমান সময়ে অত্যন্ত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রাণীকুলের সমস্যা দিনদিন বাড়ছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ