সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কঃ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক সর্বদাই আকর্ষণীয় ও নিত্যনতুন ফিচার এনে আমাদের চমকে দেয়। সেই তালিকায় সাম্প্রতিক সংযোজন ছিল ফেসবুক স্টোরি। জানা যাচ্ছে, অন্যতম প্রতিপক্ষ স্ন্যাপচ্যাটের থেকে কোনও অংশে পিছিয়ে থাকতে নারাজ জুকারবার্গের কোম্পানি। তাই ফেসবুক স্টোরিতে এবার আরও তিন নয়া ফিচার নিয়ে আসতে চলেছে সংস্থাটি।
[আচমকা মাথায় ব্যথা শুরু হয়ে যায়? আপনার এই রোগটি নেই তো!]
ফেসবুক স্টোরি আত্মপ্রকাশ করার পর থেকেই বেড়েছে এর চাহিদা। সাধারণ মানুষের পাশাপাশি সেলেবরাও মেতে রয়েছে এতে। কেবল ফেসবুকেই নয়, স্টোরিতেও ছবি ও ভিডিও দেওয়ার চল শুরু হয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে। তবে ফিচারের ক্ষেত্রে তার নিকটতম প্রতিপক্ষ স্ন্যাপচ্যাটের থেকে এখনও পিছিয়ে রয়েছে ফেসবুক। আর এই দূরত্ব মেটাতে নয়া তিন ফিচার আনছে সোশ্যাল নেটওয়ার্কিং কোম্পানিটি।
[ডেস্কে বসে কাজ করেন? এই পাঁচ সহজ উপায়ে অফিসেই ঝরান অতিরিক্ত মেদ]
কী থাকছে এই নয়া তিন ফিচারে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.