Advertisement
Advertisement
Alia Deepika

মনীশ মালহোত্রার লেহেঙ্গায় আলিয়া-দীপিকা, ফ্যাশন ব়্যাম্পে কার লুক আপনার মন কাড়ল?

মনীশ মালহোত্রার 'ব্রাইডাল কালেকশনে' বলিপাড়ার দুই সুপারস্টার নায়িকা।

Alia Bhatt or Deepika Padukone, Who donned Manish Malhotra better? | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:July 24, 2023 4:29 pm
  • Updated:July 24, 2023 4:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরে সম্প্রতি চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন আলিয়া ভাট। রুপোলি রঙের জমকালো লেহেঙ্গা পরে মার্জার সরণিতে হেঁটে নিন্দুকদের কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে। অনেকেই আবার ২০১৮ সালে মনীশের কালেকশনে দীপিকা পাড়ুকোনের লুকের কথা মনে করিয়ে খোঁচা দিয়েছেন তাঁকে। তবে উপস্থিত দর্শকেরা কিন্তু কাপুরবধূর ফ্যাশনে বেশ মুগ্ধ হয়েছেন।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে জমকালো ব্রাইডাল পোশাকের শো হোস্ট করেছেন মনীশ মালহোত্রা। বলিপাড়ার হাইপ্রোফাইল অনুষ্ঠান মানেই নায়িকাদের তরফে এই ফ্যাশন ডিজাইনারের ডাক পড়ে। অতঃপর তাঁর ফ্যাশন শোয়ে যে নায়িকারা ভীড় জমাবেন তা বলাই বাহুল্য।

সেই শোয়েই মনীশ মালহোত্রার পোশাকে আরেকপ্রস্থ সিনেমার প্রচার করে গেলেন করণ জোহরের ‘রকি অউর রানি’। তবে মার্জার সরণিতে আলিয়া ভাটকে দেখে মনে ধরেনি নেটপাড়ার একাংশের। দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনাও টেনেছেন অনেকে। বছর খানেক আগে মনীশের ব্রাইডাল কালেকশনের লেহেঙ্গা পরে ব়্যাম্প মাতাতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। সেই পোশাকও ছিল রুপোলি রঙের। গোটা লেহেঙ্গায় সূক্ষ্ম কারুকাজ। এবার সোশ্যাল মিডিয়ায় দুই নায়িকার ছবি পাশাপাশি রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে, কাকে বেশি মানিয়েছে?

[আরও পড়ুন: টলিপাড়ার ‘ফ্যাশন ক্যুইন’! হ্যান্ডলুম শাড়ি, রুপোর গয়নায় বাজিমাত স্বস্তিকা মুখোপাধ্যায়ের]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

বলিপাড়ার দুই সুপারস্টার অভিনেত্রীর অবশ্য এসব নিন্দে, সমালোচনায় মাথাব্যথা নেই। দর্শকাসনে বসেই মার্জার সরণিতে আলিয়া ভাটের সঙ্গে স্বামী রণবীর সিংকে হাঁটতে দেখে চিয়ার করেছেন দীপিকা পাড়ুকোন। উল্লেখ্য, দীপিকার মডেলিং ব্র্যাকগ্রাউন্ড থাকলেও অভিনয়জগতে আসার আগে কিন্তু সেভাবে মার্জার সরণিতে হাঁটেননি আলিয়া। তবে ক্রমশই চেনা গণ্ডীর বাইরে ছক ভেঙে আত্মপ্রকাশ করছেন কাপুরবধূ। আপনার বিচারে মার্জার সরণিতে কে এগিয়ে?

[আরও পড়ুন: উন্মুক্ত বক্ষ বিভাজিকা, খোলা চুল! গোলাপি পোশাকে ঋতাভরী যেন ‘বার্বি ডল’]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ