Advertisement
Advertisement
B.C. Sen Jewellers

লক্ষ্মীর রূপে ভূষিত ‘ধনলক্ষ্মী কালেকশন’! নজরকাড়া সমাহারে হাজির বি.সি. সেন জুয়েলার্স

৭ থেকে ২০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত স্বর্ণপ্রেমীদের জন্য থাকবে একাধিক অফার।

B.C. Sen Jewellers presents 'Dhanalakshmi Collection' adorned with the form of Maa Lakshmi
Published by: Buddhadeb Halder
  • Posted:October 11, 2025 5:14 pm
  • Updated:October 11, 2025 5:14 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধনতেরাস এলেই মানুষের মধ্যে সোনা-রুপো কেনার ধুম পড়ে যায়। কেউ কেউ সারা বছর ধরে টাকা জমিয়ে এই সময় নিজের জন্য সেরা অলঙ্কারটি খুঁজে নেন। ধনতেরাসে সোনা কেনা অত্যন্ত শুভ ও সমৃদ্ধির প্রতীক। এ বছর ১৮ অক্টোবর, শনিবার পড়েছে ধনতেরস। তবে কেবল ওই নির্দিষ্ট একটি দিন নয়, গোটা মাস জুড়েই রয়েছে সোনা কেনার শুভ সুযোগ। আর এই উপলক্ষ্যে দারুণ চমক নিয়ে এল বি.সি. সেন জুয়েলার্স। এ বছর ৭ থেকে ২০ অক্টোবর, ২০২৫ পর্যন্ত বি.সি. সেন জুয়েলার্সের আউটলেটে চলবে ‘ধনলক্ষ্মী উৎসব ২০২৫’। এই উৎসবে রয়েছে স্বর্ণপ্রেমীদের জন্য একাধিক দারুণ ছাড়।

Advertisement

B.C. Sen Jewellers presents 'Dhanalakshmi Collection' adorned with the form of Maa Lakshmi

বি.সি. সেন জুয়েলার্স এই শুভ উৎসবে সকল স্বর্ণপ্রেমীদের জন্য নিয়ে এসেছে নজকাড়া ‘ধনলক্ষ্মী কালেকশন’। এই কালেকশন দেবী লক্ষ্মীর প্রতি নিবেদিত তাদের এক শৈল্পিক শ্রদ্ধাঞ্জলি। কালেকশনের প্রতিটি অলঙ্কারেই ফুটে উঠেছে সমৃদ্ধি, সৌন্দর্য ও ঐশ্বর্যের সমাহার।

B.C. Sen Jewellers presents 'Dhanalakshmi Collection' adorned with the form of Maa LakshmiB.C. Sen Jewellers presents 'Dhanalakshmi Collection' adorned with the form of Maa Lakshmi

প্রতিটি গয়না ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি। শিল্পীর হাতে গড়া নিখুঁত যত্নের উপহার সংগ্রহে রাখতে চাইলে দেরি করবেন না। গয়নাগুলিতে ব্যবহার করা হয়েছে ‘পোলকি’র মতো মূল্যবান হিরে। বাজার চলতি পালিশ করা বা কাটা হিরের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা। এছাড়াও রয়েছে দামি রত্নপাথরে তৈরি গয়নার সমাহার।

B.C. Sen Jewellers presents 'Dhanalakshmi Collection' adorned with the form of Maa Lakshmi

অপূর্ব কালকেশনটিতে রয়েছে মা লক্ষ্মীর প্রতিকৃতির নিপুণ ভাস্কর্য। পদ্ম ফুলের স্নিগ্ধ রূপ। সঙ্গে গজের রাজকীয় ভঙ্গিমা— প্রতিটি মোটিফই প্রাচুর্য ও সৌন্দর্যের প্রতীক। এক কথায়, এই কালেকশন হল কারিগরির এক চূড়ান্ত নিদর্শন। অত্যন্ত যত্ন ও নির্ভুলতার সঙ্গে প্রতিটি গয়না তৈরি করেছেন স্বর্ণকারেরা। সোনাকে নিখুঁতভাবে আকার দিয়েছেন, খোদাই করেছেন, মূল্যবান রত্নপাথরে সাজিয়ে তুলেছেন।

৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত থাকবে সেরা অফার
(১) সোনার গয়নার মজুরিতে ফ্ল্যাট ২৫% ছাড়।
(২) হিরে ও দামি রত্নপাথরে ফ্ল্যাট ১০% ছাড়।
(৩) হিরের গয়নার মজুরিতে ফ্ল্যাট ১৫% ছাড়।
(৪) পুরনো সোনার গয়নার বিনিময়ে ১০০% এক্সচেঞ্জ ভ্যালু।

B.C. Sen Jewellers presents 'Dhanalakshmi Collection' adorned with the form of Maa Lakshmi

ঐতিহ্য এবং আভিজাত্যকে এক সুতোয় বেঁধেছে বি.সি. সেনের ‘ধনলক্ষ্মী কালেকশন’। এই প্রচেষ্টা বি.সি. সেন জুয়েলার্সের দীর্ঘদিনের শিল্প-নৈপুণ্যের সাক্ষ্য বহন করে। গয়নার উজ্জ্বলতা মা লক্ষ্মীর ঐশ্বরিক প্রকৃতিকে প্রতিফলিত করেছে। আসলে প্রতিটি নারীর অন্তরের দৈবিক সত্বাকে সম্মান জানানোর এ এক অপূর্ব প্রচেষ্টা— যা দীপ্তিময়ী ও চিরন্তন। তাই আর সময় নষ্ট না করে পরিবারে সমৃদ্ধি ফেরাতে এবারের ধনতেরাসে বি.সি. সেন-এর সেরা গয়নাটি নিজের সংগ্রহে রাখতে ভুলবেন না যেন!

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ