সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকারা কী পরছেন, কী করছেন, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। বলিউড তারকা ভূমি পেডনেকরকেও নিয়েও উৎসাহের অন্ত নেই অনুরাগীদের। সোনম কাপুরের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন ভূমি পেডনেকর। চর্চার কেন্দ্রবিন্দুতে তাঁর হাতে থাকা ব্যাগ। অভিনেত্রী সাড়ে পাঁচ লাখের ব্যাগ নিয়ে নানা মহলে চলছে জোর কাটছেঁড়া।
রবিবার রাতে সোনম কাপুরের জন্মদিনের পার্টি ছিল। তাতে বি-টাউনের বহু তারকাকেই দেখা যায়। গিয়েছিলেন ভূমি পেডনেকরও। তাঁর পরনে সাদা মিডি ড্রেস। যার গলা থেকে হাঁটু পর্যন্ত যার চেন। লম্বা হাতওয়ালা পোশাকটির কলারও রয়েছে। সাদা জামায় মোহময়ী রূপে ধরা দেন অভিনেত্রী। হালকা মেকআপ। ঠোঁটে লাল লিপস্টিক। গলায় মানানসই রোডিয়ামের নেকলেস। সাদা পোশাকের সঙ্গে রংমিলান্তি রুপোলি রঙের ব্যাগ ছিল অভিনেত্রীর হাতে। যা দেখে মুগ্ধ নেটপাড়া।
View this post on Instagram
জানা গিয়েছে, ওই ব্যাগটি লোরো পিয়ানা ব্র্যান্ডের। ইটালীয় ব্র্যান্ডের ব্যাগটির দাম ৫ লক্ষ ৭৭ হাজার ৫০ টাকা। পাউচ স্টাইলের ওই ব্যাগটি দূর থেকে দেখলে মনে হতে পারে মেটালের। কিন্তু তা নয়। আদতে ব্যাগটি চামড়ার তৈরি। যার গা পুরোপুরি মসৃণ নয়। সঙ্গে মেটালের হাতল।
অভিনেত্রীর ব্যাগ প্রীতি অবশ্য নতুন নয়। ভূমিকে এর আগে নানা দামি ব্যাগ নিয়ে দেখা গিয়েছে। এর আগে একবার লুই ভিতোর ব্যাগ নিয়ে দেখা গিয়েছিল। ওই ব্যাগটির দাম ছিল ১ লক্ষ ১৭ হাজার ৭৮৫ টাকা।
ভূমি পেডনেকরের ব্যাগ নিয়ে একসময় বিতর্কও দানা বাঁধে। ২০২৩ সালে প্রযোজক আমন গিলের বিয়েতে নিতম্ব আকারের ব্যাগ হাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন অভিনেত্রী। ঊজ্বল রুপোলি রংয়ের ব্যাগটির ভিতর দিকটি চামড়ার। সঙ্গে স্নেক চেন। ছোট্ট ওই ব্যাগটিতে লিপস্টিক, এয়ারপডস ছাড়া বেশি কিছু রাখার জায়গা নেই। লেবেল গ্রিস লিং সংস্থার ওই ব্যাগটির দাম ছিল ৮৩ হাজার ৮০০ টাকা। আরও একবার অভিনেত্রীর ব্যাগ নিয়ে চলছে আলোচনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.