সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বছরের অপেক্ষার অবসান। বছর ঘুরে সেই দিন আবার চলে এল। শারদোৎসব, যা আমাদেরকে এক করে। আর উৎসব মানেই আড্ডা, খাওয়া, বেড়ানো, আর অবশ্যই সাজ। পুজো আমাদের যেমন একে অপরের কাছে আনে, তেমন কাছের মানুষকে আরও খাস করে তোলারও সময় এই দুর্গাপুজো (Durga Puja 2025)। নতুন পোশাক, নতুন সাজ, নতুন নতুন গন্ধ। আর নিজেকে দেবীরই অংশ মনে করে, মর্ত বেড়ে ওঠে যে নারী, দেবীর আগমনে তাঁর সাজে নতুনত্ব কী হবে, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold and Diamonds) -এর ‘অপরূপা’ কালেকশন যেন তারই উত্তর।
এই পুজোয় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল ‘পুজোর সাজে অপরূপা’। সেনকোর এই ‘অপরূপা’ কালেকশন, শুধু গয়না নয়, আত্মউপলব্ধিও। এই কালেকশনই এক অনন্য বন্ধনে বেঁধে দিয়েছে অতীত ও বর্তমানকে, রূপ ও শক্তিকে।
রূপ, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস নিয়ে তিলে তিলে গড়ে ওঠা যে সৌন্দর্য, সেই ভাবনাকে মাথায় রেখেই, তৈরি হয়েছে সেনকোর এই নতুন গয়নার সম্ভার। এখানে রয়েছে বাংলার ঐতিহ্যবাহী নকশার ছোঁয়া, আধুনিকতার ছাপ, আর শিল্পকলার নিখুঁত সংমিশ্রণ।
এই কালেকশনে পাওয়া যাচ্ছে টেম্পল জুয়েলারি, নাকাশি এবং এমন গয়না যা বাঙালি সংস্কৃতির থেকে অনুপ্রাণিত।
‘অপরূপা’ কালেকশনের বিশেষ আকর্ষণ:
সোনার সীতাহার ও চোকার- অষ্টমীর সাজে আনবে আভিজাত্য।
ডায়মন্ড সেটের গয়না- নবমীর সন্ধ্যার গ্ল্যামারাস লুকের জন্য।
লাইটওয়েট কানের দুল ও ব্রেসলেট- অফিস বা রোজকার লুককে স্পেশাল করে তুলতে।
ব্রাইডাল সেট ও হেরিটেজ পিস- আপনার ভবিষ্যতের সঞ্চয়।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর জয়িতা সেন এই কালেকশনকে বলছেন, ‘মডার্ন সাবেকিয়ানা’। ‘অপরূপা’ কেবল একটি কালেকশন নয়, এটি নারীর আত্মসম্মান ও স্বাধীনতার প্রতীক। এমন একটি কালেকশন, যেখানে নারী নিজেকে খুঁজে পাবেন- কখনও সাবেকি প্রতিমায়, কখনো স্বাধীন আধুনিকা রূপে।
তাই আর দেরি না করে চটপট কেনাকাটা সেরে ফেলুন আপনার কাছের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Gold and Diamonds) -এর শোরুম থেকে। পুজো উপলক্ষে কেনাকাটায় থাকছে বিশেষ ছাড়। শুধু তাই নয় সোনার গয়নার মেকিং চার্জের উপর ২৫% আর হিরের গয়নার মেকিং চার্জের উপর ৫০% পর্যন্ত ছাড় পাবেন। এছাড়া, প্ল্যাটিনামের গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। এছাড়া সরাসরি ওয়েবসাইট থেকে কেনাকাটাতেও মিলবে অফার।
পুজোর সাজে সেনকো থাকলে আপনিই হয়ে উঠবেন অপরূপা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.