Advertisement
Advertisement

Breaking News

B.C.Sen Jewellers

আশ্বিনের শারদসম্ভারে বিসি সেন জুয়েলার্সের উপহার ‘শিউলি কালেকশনে’র গয়না

শিউলি মোটিফের গয়না সংগ্রহে না থাকলেই মিস! পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড়ও।

Durga Puja Fashion: B.C.Sen Jewellers Pujo Festive Collection Shuili Phool
Published by: Sandipta Bhanja
  • Posted:September 12, 2025 6:24 pm
  • Updated:September 12, 2025 7:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল। রাতের বায় কোন মায়ায়/ আনিল হায় বনছায়ায়…”, শরৎ ‘বিভাবরী’র প্রেমে পড়ে লিখেছিলেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর। এই তো সেই সময়, যখন শিশির ভেজা সবুজ ঘাসে শিউলি ফুলের গয়নায় সেজে ওঠে প্রকৃতি। আর প্রকৃতির এহেন অলঙ্কারে যদি এবারের পুজোয় নিজেকে আভূষিত করতে চান, তাহলে আপনার গন্তব্য হোক বিসি সেন জুয়েলার্স। কারণ সংশ্লিষ্ট গয়না প্রস্তুতকারক সংস্থার পুজোর উপহার হিসেবে ইতিমধ্যেই চলে এসেছে ‘শিউলি কালেকশনে’র গয়না।

Advertisement

বিসি সেন জুয়েলার্স-এর ‘শিউলি কালেকশন’ যে আধুনিকাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে, তা বলাই বাহুল্য। নেকলেস, কানের দুল থেকে বালাজোড়া, এমনকী আংটিতেও শিউলির ছোঁয়া। অষ্টমীর অঞ্জলি হোক কিংবা দশমীতে মায়ের বরণ, এই গয়না আপনার সাজপোশাকে অতিরিক্ত মাত্র যোগ করবেই। আভিজাত্যের সঙ্গে রুচির মেলবন্ধনে তৈরি এই শিউলি মোটিফের গয়না আপনার সংগ্রহে না থাকলে কিন্তু বড়সড় ‘মিস’!

বাংলা ও বাঙালির জীবনে শারদোৎসবের সঙ্গে সোনা-রুপোর গয়না অঙ্গাঙ্গীভাবে জড়িত। তবে সোনা হোক বা হিরে, কিংবা রুপো- সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গয়নার দাম। তবে এই বহুমূল্য বাজারেও উৎসবের মরশুমে ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড়-সহযোগে গয়নার কালেকশন নিয়ে হাজির বিসি সেন জুয়েলার্স। বিগত কয়েক দশক ধরেই ধারাবাহিকভাবে গ্রাহকদের নজরকাড়া নকশার গয়না উপহার দিচ্ছে বি.সি. সেন জুয়েলার্স। যার মধ্যে রয়েছে বাংলার ঐতিহ্যশালী কারুকাজের স্বাদও। চলতিবারে তাদের উৎসবের কালেকশনে বাড়তি মাত্রা যোগ করেছে এই শিউলি কালেকশন। যা কিনা শিউলি ফুলের আদলেই সূক্ষ্ম কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে গয়নার ডিজাইনে।

পুজো স্পেশাল এই ডিজাইন নিয়ে বিসি সেন জুয়েলার্স বলছে, “শিউলি ফুল যেমন নীরবে পৃথিবীকে সাজায়, তেমনই মায়ের আগমন আমাদের জীবনকে আলোয়, উৎসবে ভরিয়ে দেয়। সেই অনুপ্রেরণাকে সঙ্গী করেই বিসি সেন জুয়েলার্স নিয়ে এল শিউলি ফুল কালেকশন- সোনায় গাঁথা শিউলির নকশা, যা পুজোর পবিত্রতা আর সৌন্দর্যকে করে তোলে আরও অনবদ্য।” পুজোর প্রাক্কালে গয়নার উপরে থাকছে বিশেষ ছাড়ও। কী কী? জানতে হলে ঢুঁ মারতে হবে ১৩৫ বছরের বিশ্বস্ত গয়না প্রস্তুতকারক সংস্থা বিসি সেন জুয়েলার্সে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ