Advertisement
Advertisement
Durga Puja Fashion

সুগন্ধী ছাড়া পুজোর সাজই অসম্পূর্ণ, পারফিউম, বডি স্প্রে-র সঠিক ব্যবহার জানেন তো?

বিভিন্ন রকমের সুগন্ধী কীসে আলাদা, সঠিক ব্যবহার জেনে নিন।

Durga Puja Fashion: Know perfect application of Perfume and Body Spray just to get ready for this festive season
Published by: Sucheta Sengupta
  • Posted:September 27, 2025 5:00 pm
  • Updated:September 27, 2025 5:04 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ক’টাদিন বাঙালির প্রাণে খুশির তুফান ওঠে। সাজগোজ থেকে খাওয়াদাওয়া, বাঁধে না কোনও মানা। আর সাজ তো সম্পূর্ণ হয় না সুগন্ধী ছাড়া। মেকআপ করে, পোশাক পরে, চুল বেঁধে ফেলার পর যা বাকি থাকে, তা হল পারফিউম বা বডি স্প্রে লাগানো। কেউ কেউ শুধু পোশাকে নয়, কানের পাশে, ঘাড়েও পারফিউম ব্যবহার করে থাকেন। তবে কখন, কোনটা ব্যবহার করবেন বা কোন অংশে কোনটা লাগাবেন, তা সঠিকভাবে জানেন তো? যদি এ বিষয়ে ধারণা স্পষ্ট না থাকে, তাহলে এখনই চটপট জেনে নিন।

Advertisement
পারফিউমের ব্যবহার।

বডি স্প্রে আর পারফিউমের তফাৎ রয়েছে ঢের। গন্ধের ফারাক ছাড়াও গুণমানও দু’য়ের দু’রকম। তা বুঝতে হলে আগে জানতে হবে কোনটা কী উপাদানে তৈরি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বডি স্প্রে-তে সুগন্ধী তেলের পরিমাণ থাকে মাত্র ৩ শতাংশ। বাকিটা জল আর অ্যালকোহল। ফলে তার স্থায়িত্ব কম। বড়জোর চারঘণ্টা। তাই গোটা দিনে বারবার ব্যবহার করতে হয়। সরাসরি ত্বকে ব্যবহার করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই অনেকে পোশাকেই বডি স্প্রে লাগান। কিন্তু মনে রাখতে হবে, সিল্কবস্ত্র অতি সূক্ষ্ণ। তাই বডি স্প্রে-র মতো সুগন্ধী ব্যবহার করলে তাতে দাগ থেকে যায়। তাই কাপড় বুঝে তাতে বডি স্প্রে ব্যবহার করুন। নইলে পোশাকের ক্ষতির সম্ভাবনা।

বডি স্প্রে-র ব্যবহার।

পারফিউমের উপাদানে ১০ থেকে ৪০ শতাংশ সুগন্ধী তেল থাকে। কোনটায় কত পরিমাণ আছে, তার উপর নির্ভর করে দাম। পারফিউমের স্থায়িত্বও অনেক বেশি, প্রায় ১২ ঘণ্টা। তাই বিশেষ অনুষ্ঠান বা সারাদিন বাইরে থাকতে হলে আদর্শ পারফিউম। তবে অতিরিক্ত ব্যবহার ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, দামি পারফিউম সামান্য কানের পিছনে, গলা বা ঘাড়ে ব্যবহার করলেই যথেষ্ট। সুগন্ধী ছড়িয়ে পড়বে গোটা শরীরে। আলাদা করে পোশাকে পারফিউম দেওয়ার প্রয়োজন হয় না।

পোশাক নয়, কবজিতে পারফিউম প্রয়োগ।

কেউ কেউ আবার দুটোই একসঙ্গে ব্যবহার করেন। তা কতটা বিজ্ঞানসম্মত, সেটাও ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। স্তরে স্তরে সুগন্ধী প্রয়োগ করাই যায়। এতে গন্ধ আরও গাঢ় হয়। তবে এই কম্বিনেশনের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। বডি স্প্রে এবং পারফিউমের গন্ধ কিছুটা কাছাকাছি হওয়া চাই। তাহলেই ব্যাপারটা জমবে ভালো! এসবের পরও বিশেষজ্ঞদের একটাই বক্তব্য, সুগন্ধীর ব্যবহার মূলত পরীক্ষানিরীক্ষার বিষয়। পছন্দের একটি গন্ধ খুঁজে পেতে বিভিন্ন ধরনের সুগন্ধী মিলিয়েমিশিয়ে ব্যবহার করে দেখতে পারেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ