সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো প্রায় দোরগোড়ায় কড়া নাড়ছে। শাড়ি, ব্লাউজ, গয়না, মানানসই জুতো সবকিছুই পরিপাটি চাই পুজোর এই কটা দিন। বাজারে এখন হাল ফ্যাশনের বিভিন্ন ব্লাউজ ইন। পছন্দের শাড়ির সঙ্গে চেহারার সঙ্গে মাননসই কোন ব্লাউজে সাজবেন জেনে নিন।
ব্লাউজ কেনা বা বানানোর আগে তার মাপ ও কাট নিয়ে সচেতন হতে হবে। মনে রাখতে হবে আপনার পছন্দের শাড়ির সঙ্গে আপনার চেহারা অনুযায়ী ব্লাউজ না পরলে কিন্তু পুরো সাজটাই মাটি।
চেহারা বা স্তন ভারী হলে বুকের কাছে জরি বা পাথর দিয়ে নানা কারুকাজ করা ব্লাউজ না পরার চেষ্টাই করুন। বরং ভারী কাজের বদলে এক রঙের হালকা কাপড়ের ব্লাউজ পরতে পারেন আপনার পছন্দের শাড়ির সঙ্গে।
যদি আপনার চেহারার গড়ন হয় তাহলে সেক্ষেত্রে প্যাডেড, হল্টার নেক বা হাইনেক গলার ব্লাউজ ত্রাই করে দেখতে পারেন। এমনকি ব্লাউজের সামনের অংশে পাথরের বা কোনওরকম ভারী কাজ থাকলেও দেখতে ভালো লাগবে। আপনার চেহারার সঙ্গে মানানসইও হবে।
যদি আপনার হাতে মেদের পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে স্লিভলেস ব্লাউজ পরার ক্ষেত্রে সচেতন হন। স্লিভলেস ব্লাউজের কারণে মেদ বেশি পরিমাণে দৃশ্যমান হলে তা দেখতে একেবারেই ভালো লাগে না। তাই চেষ্টা করবেন গ্লাস হাতা বা কনুই অবধি হাতার ব্লাউজ পরতে। আর যদি আপনি চেহারার কারণে আপনার মনপসন্দ ফ্যাশনের সঙ্গে কোনওরকম আপোস করতে না চান তাহলে অনায়াসে আপনার পছন্দের সাজ সাজতেই পারেন। সেক্ষেত্রে আত্মবিশ্বাসই হবে আপনার আসল প্রসাধন।
চেহারার থেকে যদি আপনার কাঁধের অংশ চওড়া হয় তাহলে চওড়া নেকলাইনের সঙ্গে ছোট স্লিভের ব্লাউজ অনায়াসে পরতে পারেন। তবে হ্যাঁ, যা সবথেকে বেশি জরুরি তা হল সঠিক অন্তর্বাস পরতে হবে। তা না হলে অনেকসময়ই চেহারার গঠন ঠিক লাগে না। ফলে সমস্ত সাজ সেখানেই মাটি অয়ে যায়। তাই পুজোয় আপনার মনের মত সেজে উঠতে এবং ব্লাউজ নির্বাচনের আগে এই বিষয়গুলি মাথায় অবশ্যই রাখুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.