Advertisement
Advertisement
Durga Puja Fashion

পুজোর ভিড়ে হিল পরে বেরনো নিয়ে চিন্তা? রইল সহজ সমাধান

এবার থেকে থাকুন চিন্তামুক্ত।

Durga Puja Fashion: Tips to take care of your legs during wearing high heel
Published by: Arani Bhattacharya
  • Posted:September 6, 2025 3:20 pm
  • Updated:September 7, 2025 1:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিল জুতো পরার শখ কার না থাকে? পুজোয় মানানসই পোশাকের (Durga Puja Fashion) সঙ্গে একটা হিল জুতো হলে জাস্ট জমে যায়। কিন্তু পুজোর ভিড় থেকে নানা বিষয় মাথায় রেখে পছন্দের হিল জুতোকে না বলতে হয়। দীর্ঘক্ষণ প্যান্ডেলের লাইনে দাঁড়িয়ে পায়ে ব্যথা থেকে হাঁটার সময় পায়ের সমস্যা, এমনকি ভিড় ঠেলে যেতে গিয়ে পা মচকে যাওয়া এহেন সমস্যার কথা মাথায় রেখেই এড়িয়ে যান হিল জুতো? তাহলে রইল বেশ কিছু টিপস। যা মেনে চললে পুজোয় পছন্দের হিল জুতো পড়ে হাঁটার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না।

Advertisement

অভিজ্ঞরা বলছেন, বাজারে বিভিন্ন রকমের হিল জুতো পাওয়া যায়। সবসময় এই ধরনের জুতো কেনার সময় দেহের ওজন ও পায়ের আকার বুঝে হিল জুতো কিনবেন। মাথায় রাখবেন এই রকমের জুতো যদি পায়ে আঁটসাঁট না হয়ে ঢিলে হয় তাহলে সেক্ষেত্রে পা মচকে যাওয়ার সম্ভবনা থাকে প্রবল। তাই জুতো কেনার সময় এই বিষয়টি মাথায় রাখবেন অবশ্যই।

মাথায় রাখবেন হিল জুতো পরলে পায়ের পাতা থেকে কাফ মাসল ও গোড়ালির উপর ভীষণভাবে চাপ পড়ে। শুধু তাই নয়, ব্যথা হওয়ার সম্ভবনাও থাকে এক্ষেত্রে প্রবল। তাই অভিজ্ঞরা বলছেন পুজোয় (Durga Puja Fashion) হিল জুতো পড়ে ঠাকুর দেখতে বেরনোর আগে ৫-৭ মিনিট গরম জলে পা ডুবিয়ে রাখতে এবং পা স্ট্রেচ করতে। এতে পায়ে ব্যথা হওয়ার মতো সমস্যা অনেকটাই কেটে যাবে।

তবে হ্যাঁ, মাথায় রাখবেন যদি সারারাত পায়ে হেঁটে ঘুরে ঠাকুর দেখার প্ল্যান থাকে তাহলে কিন্তু হিল জুতো না পরাই ভালো। কারণ সেক্ষেত্রে পায়ের নানা সমস্যা বাড়তে পারে। অল্প সময়ের জন্য কোথাও বেরোলে বা সারা দিন বা সারা রাত ঠাকুর দেখার প্ল্যান না থাকলে এই ধরনের জুতো পড়তে পারেন। নচেৎ পায়ের ব্যথায় পুজোয় ঠাকুর দেখার প্ল্যান হবে মাটি।

যদি একান্তই পায়ে কোমরের সমস্যা থাকে এবং চিকিৎসকের নিষেধাজ্ঞা থাকে তাহলে এই জুতো এড়িয়ে চলবেন। কখনই পুজোর মধ্যে শুধুমাত্র হিল জুতো পরতে ভালো লাগে বলে নানা সমস্যার সূত্রপাত ঘটিয়ে পুজোর আনন্দ মাটি করবেন না। প্রয়োজন হলে পায়ের ব্যথা এড়াতে জুতোর মধ্যে, পায়ের তলায় জেল কুশনিং প্যাডও রাখতে পারেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement