Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Fashion Trend

সাজের সাতকাহন, জিনস হোক বা শাড়ি, পুজোর দিনগুলিতে নাকে থাক এই ৭ নথ

এবার পুজোর স্টাইলে ইন নাকছাবি।

Durga Puja Fashion Trend: Nose ring to accessories your Durga Puja outfits
Published by: Sayani Sen
  • Posted:August 29, 2025 9:33 pm
  • Updated:August 29, 2025 9:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানে দেদার সাজগোজ। তালিকায় থাকতে পারে জিনস-টপ থেকে শাড়ি সবকিছুই। সময়ের অভাবে বছরের আর পাঁচটা দিন পোশাকের সঙ্গে মানানসই গয়নাগাটি পরা হয় না। কিন্তু পুজোর পাঁচদিন পোশাকের সঙ্গে গয়নাগাটি আবশ্যক। এবার পুজোর স্টাইলে ইন নথ। কোন পোশাকের সঙ্গে কোন ধরনের গয়না পরবেন, কেনাকাটির আগে চলুন তা জেনে নেওয়া যাক।

Advertisement

সোনার নথ:
পুজোয় বেশিরভাগ মহিলা সাবেকি সাজগোজ পছন্দ করেন। পরনে পাটভাঙা শাড়ির সঙ্গে নাকছাবি না হলে চলে নাকি? তাই ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে সোনার নথ বেছে নিতে পারেন। অষ্টমীর অঞ্জলিতে এই সাজ আপনাকে সকলের থেকে আলাদা করে তুলবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Gold-Nath

অক্সিডাইজড রুপোর নাকছাবি:
সোনার দাম হু হু করে বাড়ছে। মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে হলুদ ধাতু। আধুনিক তরুণীর মন কাড়ছে রুপো। বলিউড অভিনেত্রীর মতো অক্সিডাইজড রুপোর নাকছাবি হতে পারে আপনার পুজোর সাজের ইউএসপি। শাড়ি হোক কিংবা কুর্তি বা টপ-জিনসের সঙ্গে এই ধরনের নাকছাবি মানায়। তাই এবার পুজোর শপিং ব্যাগে এই ধরনের নথ না থাকলে চলবে না।

Silver-Nath

কুন্দন নথ:
অষ্টমীর রাতে ভারী সাজগোজ করতে পছন্দ করেন কেউ কেউ। পরনে লেহেঙ্গা কিংবা জমকালো সালোয়ারের সঙ্গে পরতে পারেন কুন্দনের নথ। এই ধরনের নাকছাবির সঙ্গে কানে খুব বেশি ভারী গয়না পরবেন না।

Kundan-Nath

রিং নাকছাবি
আপনি কি হালকা সাজ পছন্দ করেন? অল্প ডিজাইনের কুর্তির সঙ্গে তবে এবার পুজোয় বেছে নিন সরু রিং নাকছাবি। সঙ্গে ছোট্ট টিপ পরতে ভুলবেন না। এই সাজ পুজোর মরশুমে পুরুষ হৃদয়ে ঝড় তুলতে বাধ্য।

Hoop

মুক্তোর নাকছাবি
পুজোর সাজে সকলের থেকে আলাদা হতে চান? তবে পুজোর শপিং ব্যাগে অবশ্যই থাক মুক্তোর নাকছাবি। ট্র্যাডিশনাল হোক কিংবা পশ্চিমী পোশাকের সঙ্গে এই ধরনের নাকছাবি দিব্যি মানাবে। তাই আর দেরি কিসের, কেনাকাটি করতে আজই বেরিয়ে পড়ুন।

Pearl-Nose-Pin

 

বোহো নাকছাবি
অফিসের মতো পুজোয় সাজগোজের ক্ষেত্রে জিনস-টপ পরতে ভালোবাসেন? তবে পশ্চিমী পোশাকের সঙ্গে পরুন বোহো নাকছাবি। পাথর দেওয়া কিংবা মিনা কারুকাজের বোহো নাকছাবি কালেকশনে না থাকলে কিনে ফেলুন ঝটপট। 

Boho-Nose-Ring

পুজোর সময় ছাড়াও সারাবছর হালকা সাজের জন্য এই ধরনের নাকছাবির কোনও বিকল্প নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ