Advertisement
Advertisement

Breaking News

Durga Puja Fashion

পোশাকের গলার কাটিংয়ের সঙ্গে মিলিয়ে পরুন ট্রেন্ডি নেকলেস, নইলে পুজোর সাজটাই মাটি

শুধু ভালো পোশাক পরলে হবে না, তার সঙ্গে চাই পুজোয় মানানসই গয়নাগাটি।

Durga Puja Fashion: What necklace to wear for neckline
Published by: Sayani Sen
  • Posted:September 11, 2025 3:54 pm
  • Updated:September 11, 2025 7:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাজের ব্যস্ততায় সারাবছর সেভাবে সাজগোজ করার সময় পান না অনেকে। তবে পুজোর পাঁচদিন একেবারে অন্যরকম। এই সময় সাজগোজ না করলে চলে নাকি? শুধু ভালো পোশাক পরলে হবে না, তার সঙ্গে চাই মানানসই গয়নাগাটি। গলার কাটিংয়ের উপর নির্ভর করে গয়না না পরলে যে সাজটাই মাটি। তাই গয়নাগাটি কেনার আগে অবশ্যই পোশাকের গলার কাটিংয়ের দিকে নজর দিন।

Advertisement

Durga Pujo Fashion 2025

ভি গলার পোশাক:
বেশিরভাগ মহিলাই নাকি V গলার পোশাক পরতে ভালোবাসেন। এই ধরনের পোশাকের সঙ্গে লম্বা নেকলেস পরতে পারেন। সঙ্গে থাকতে পারে ছোট্ট একটি লকেট। তাতে আপনি আরও মোহময়ী হয়ে উঠতে বাধ্য।

Puja Fashion: What necklace to wear for neckline

স্ট্র্যাপেলস গলার পোশাক:
এই ধরনের পোশাকের সঙ্গে নেকলেস অথবা চোকার পরতে পারেন। তবে পোশাকের সঙ্গে একই রঙের গয়না বাছবেন না। একটু যেন অন্যরকম হয়। তাতে আপনার গলা এবং পোশাক দু’টির সৌন্দর্য বাড়বে কয়েকগুণ।

Puja Fashion 2025: What necklace to wear for neckline

সুইটহার্ট গলার পোশাক:
সুইটহার্ট গলার পোশাকের সঙ্গে চোকার, ছোট্ট লকেটওয়ালা লম্বা হার পরতে হারেন। এই ধরনের পোশাকে গলার বেশিরভাগ অংশ ফাঁকা থাকে। তাই গয়নাগাটি ছাড়া এই ধরনের গলার পোশাক পরলে সাজ মাটি হতে বাধ্য।

Durga Pujo Fashion 2025: What necklace to wear for neckline

চৌকো গলার পোশাক:
চৌকো গলার পোশাকের সঙ্গে লম্বা কিংবা লেয়ার্ড নেকলেস পরতে পারেন। চোকারও মন্দ লাগবে না।

Durga Pujo Fashion: What necklace to wear for neckline

ইউ আকৃতির গলার পোশাক:
U আকৃতির পোশাক পরলে গলার অনেকটা অংশ ফাঁকা থাকে। তাই এই ধরনের পোশাকের সঙ্গে একটু ভারী গয়না পরতেই পারেন। কিংবা লম্বা ঝুলের হার, চোকারও বাছতে পারেন।

Durga Pujo Fashion: What necklace to wear for neckline

গলাবন্ধ পোশাক:
গলাবন্ধ পোশাকের সঙ্গে সরু চোকার বাছতে পারেন। তবে সেক্ষেত্রে পোশাকের কাজ যেন খুব ভারী না হয়, সেদিকে খেয়াল রাখুন। আর পোশাক যদি ভারী হয় তবে লম্বা নেকলেস পরুন। অবশ্যই লকেট থাকা প্রয়োজন।

Durga Puja Fashion2025: necklace to wear for neckline

ওয়ান শোলডার পোশাক:
ওয়ান শোলডার পোশাকের সঙ্গে অবশ্যই হালকা গয়না পরুন। ভুলেও ভারী গয়না পরবেন না। তাতে আপনার সাজটাই মাটি হবে।

Durga Puja Fashion 2025: What necklace to wear for neckline

বোটনেক পোশাক:
বর্তমানে বোটনেক কুর্তি কিংবা ব্লাউজ ফ্যাশনে ইন। এই ধরনের পোশাকের সঙ্গে লম্বা হার পরুন। সঙ্গে সুন্দর লকেট বেছে নিন। পুজোর দিনে এই সাজে আপনার দিক থেকে কেউ নজর ঘোরাতে পারবেন না।

Durga Puja Fashion: What necklace to wear

প্লাগিং গলার পোশাক:
এই ধরনের পোশাকের সঙ্গে লেয়ার্ড নেকলেস কিংবা ভারী গয়না পরতে পারেন।

Durga Puja Fashion

তাই আর দেরি কীসের? কেনাকাটি করতে বেরিয়ে পড়ুন আজই। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ