সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আর হাতে গোলা কয়েক্তা দিন। তারপরই পুজোর ছুটিতে দেদার আনন্দ করা বাকি। এই পুজোর মরশুমে নিজেকে সাজিয়ে তুলতে কে না চায়? এতটুকু খুঁত রাখতে চান না কেউ তাঁর চেহারায়। তাই নিখুঁত আই ব্রো থেকে শুরু করে মুখের অবাঞ্ছিত লোম তুলে ফেলা এসবকিছুই পুঙ্খানুপুঙ্খভাবে করতে মরিয়া হয়ে ওঠেন মহিলারা। কিন্তু আই-ব্রো করার পর বা মুখে থ্রেডিং করার পর বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে। এড়িয়ে চলতে হবে বেশ কিছু ভুলত্রুটি। কী কী মেনে চলবেন এক্ষেত্রে জেনে নিন।
আই-ব্রো করার পর বা মুখে থ্রেডিং করার পর অবশ্য বাড়ি ফিরে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এরপর চাইলে মুখে জ্বালা ভাব এড়াতে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।
চেষ্টা করুন থ্রেডিং করার পর সরাসরি রোদে বেশি না বেরতে। এছাড়াও রাসায়নিকযুক্ত ফেশওয়াশ ব্যবহার করা বা মুখে গরম স্টিম নেওয়ার মতো এই বিষয়গুলি এড়িয়ে চলুন।
থ্রেডিং করার ২৪ ঘন্টার মধ্যে কোনওরকমের মেকআপ না করার চেষ্টা করুন। একইসঙ্গে কনরকম অ্যান্টি-এজিং ক্রিম বা এই ধরনের কিছু ব্যবহার ওইদিন না করার চেষ্টাই করুন। তাতে মুখের রোমকূপ বন্ধ হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
যথাসম্ভব মুখের ত্বককে হাইড্রেটেড রাখার চেষ্টা করুন। ত্বক অতিরিক্তি শুষ্ক হয়ে গেলেও বিভিন্ন সমস্যা দেখা যায় থ্রেডিং করার পর। তাই চেষ্টা করুন আই-ব্রো বা মুখাবয়বে থ্রেডিং করার পর যথাসম্ভব নিয়ম মেনে চলার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.