Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

সাধের সাদা শাড়ি সিঁদুরে নষ্ট হওয়ার ভয়? ঘরোয়া পদ্ধতিতে হবে বাজিমাত

সিঁদুরখেলায় আগে জমিয়ে করুন সাজগোজ।

Durga Puja Lifestyle: Here are some easy ways to remove stain of Sindur from white saree
Published by: Sayani Sen
  • Posted:October 1, 2025 7:47 pm
  • Updated:October 1, 2025 7:47 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চারদিনের পুজোর পর আসে দশমী। মাকে বরণ করার পর শুরু হয় সিঁদুরখেলা। এই খেলাতেই যদি হয় বিপত্তি? সাধের শাড়িতে লেগে যায় সিঁদুরের লাল রং, তাহলেই কপালে চিন্তার ভাঁজ। শাড়ি যদি সাদা হয় তাহলে তো আর কথাই নেই। এ দাগ যাবে কীভাবে? তবে চিন্তা করবেন না। রয়েছে হাজারও ঘরোয়া উপায়। 

Advertisement

Sindoor-Khela-1

সিঁদুর খেলার সময় কিছুই মনে থাকে না। কিন্তু তারপর যখন হুঁশ ফেরে, তখন পছন্দের শাড়িতে সিঁদুরের দাগ দেখে মন তো খারাপ হবেই। এক্ষেত্রে কাজে লাগবে ভিনিগার। কীভাবে? প্রথমে একটি জায়গায় জল নিন। তাতে ভিনিগার দিন। তারপর শাড়ির যে জায়গায় দাগ লেগেছে শুধু সেই অংশটি ওই জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। এতেই দাগ হালকা হয়ে যাবে। তারপর ভালো করে শাড়িটি ধুয়ে ফেলুন।

শাড়ির সিঁদুরের দাগ তোলার ক্ষেত্রে শেভিং ক্রিমও দারুণ কাজে লাগে। যেখানে দাগ রয়েছে সেখানে শেভিং ক্রিম লাগিয়ে দেবেন। তারপর একটি শুকনো কাপড় নেবেন। তা দিয়েই শাড়ির শেভিং ক্রিম লাগানো জায়গায় ঘষতে থাকুন। তাহলেই দাগ হালকা হয়ে আসবে।

বরফ দিয়েও শাড়ির সিঁদুরের দাগ তোলা যায়। যেখানে দাগ লেগেছে সেখানে বরফ ঘষতে থাকবেন। ফল পাবেন হাতেনাতে।

Sindoor-Khela

হাতের কাছে হ্যান্ড স্যানিটাইজার আছে? তাতেও কাজ হবে। শাড়ির যেখানে দাগ লেগেছে সেখানে স্যানিটাইজার স্প্রে করে দেবেন। তারপর শুকনো কাপড় দিয়ে ঘষবেন। দেখবেন অল্প সময়েই দাগ দূর হয়ে যাবে।

প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু শাড়ি আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ