সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির সেরা উৎসব, প্রাণের উৎসব দুর্গাপুজো। দেদার পেটপুজো, বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখা, আড্ডা আর সঙ্গে রাতজাগা। সবটা মিলিয়ে ত্বকের জেল্লা যেন কোথায় উধাও হয়ে যায়। বাঙালির পুজোর রেশ কাটুক বা না কাটুক স্কুল, কলেজ, অফিস সবই শুরু হয়ে যায় নিয়মমাফিক। প্রতিদিনের ব্যস্ততায় চেহারায় সেই পুরনো জেল্লা ফিরিয়ে আনা মুশকিল হয়ে পড়ে। চোখের তলায় কালি পড়ে ঢেকেছে আপনার চোখের সৌন্দর্য। জেনে নিন ডার্ক সার্কেল কমানোর উপায়।
রাত জেগে চোখে ফোলা ভাব সঙ্গে চোখের তলার কালি সারাতে বরফের সেঁক দিন। পরিষ্কার কাপড়ে বেশ কয়েকটি বরফ নিয়ে নিয়ম করে ঘষলেই খানিকটা ডার্ক সার্কেল থেকে রেহাই পাবেন। একইসঙ্গে ত্বকে বরফ ঘষলে ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হবে।
এক্ষেত্রে আরও যে জিনিস আপনাকে সাহায্য করতে পারে তা হল টি ব্যাগ। ব্যবহার করা টি ব্যাগ ফেলে না দিয়ে চোখের উপর ১০-১৫ মিনিট রেখে দিন। চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্ন নিতে সাহায্য করে। চোখের ফোলাভাব কমাতে ও ডার্ক সার্কেল কমাতে টি ব্যাগ বিশেষভাবে সাহায্য করে।
সমস্ত কিছুর সঙ্গে সবথেকে বেশি যা প্রয়োজন তা হল পর্যাপ্ত ঘুম। সারা দিনের ক্লান্তি শেষে রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার শরীর সুস্থ করার পাশাপাশি আপনার ত্বকের স্বাস্থ্যও উন্নত করে। সারা দিনে অন্তত ৯-১০ঘন্টা ঘুমোন। এতে ডার্ক সার্কেল কমবে সঙ্গে কমবে চোখমুখের ক্লান্তির ছাপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.