Advertisement
Advertisement
Nargis Fakhri

লাল লেদার স্কার্টে লাস্যময়ী নার্গিস ফাকরি! ভিন্ন স্টাইলে আপনিও হতে পারেন অনন্যা

অভিনেত্রীর নয়া স্টাইলের ছবিগুলি দেখেছেন?

Fashion News: Bollywood actress Nargis Fakhri's stunning look with red leather skirt-top
Published by: Sucheta Sengupta
  • Posted:June 8, 2025 8:04 pm
  • Updated:June 8, 2025 8:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় আছে, ‘পররুচি পরনা’। কিন্তু আজকের দিনে এই প্রবাদকে পিছনে ফেলে ফ্যাশন দুনিয়া মজেছে ‘আপ রুচি’তে। নিজের পছন্দমতো পোশাকের উপাদান বেছে নেওয়া থেকে ডিজাইন – সবেতেই ‘আত্মনির্ভর’ জেন Z। সাবেকি পোশাকে নিজেকে অন্যভাবে সাজিয়ে তোলাও যেমন রয়েছে, তেমনই আধুনিক থেকে আধুনিকতর ড্রেস শরীরে তুলে তরুণ প্রজন্ম নিজেদের দারুণ স্মার্টভাবে হাজির করে। তেমনই এক কেতাদুরস্ত পোশাকে চোখ ধাঁধিয়ে দিলেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। সদ্য মুক্তি পাওয়া ‘হাউসফুল 5’ সিনেমার প্রচারে লাল লেদার স্কার্ট-টপে লাস্যময়ী নার্গিসকে হাঁ করে দেখলেন সবাই। যেমন নতুন ডিজাইন, তেমন অভিজাত পোশাকটি। সঙ্গে কালো কানের দুল আর আংটির সেট। নার্গিসের নতুন স্টাইল এখন ফ্যাশন জগতে চর্চার নয়া বিষয় হয়ে উঠেছে।

লাল পোশাকে লাস্যময়ী নার্গিস ফাখরি। ছবি: ইনস্টাগ্রাম।

রংটা অনেকটা সিঁদুরে লাল। সেই রঙের টু পিস একটি ড্রেস – ফিটিং টপ আর পেন্সিল স্কার্ট। স্লিভলেস টপটি হাই নেকলাইনের অর্থাৎ গলাবন্ধ। গলার কাছে আবার রাফলস। শর্ট টপটির বুকের কাছে উল্লম্ব চারটি সোনালি বোতাম। সবটাই কিন্তু লেদারের। যা তৈরি করা বেশ কঠিন বলে মনে করছেন ফ্যাশন দুনিয়ার বিশেষজ্ঞরা। তন্বী হলে এমন টপে আকর্ষণীয় লাগবে যে কোনও নারীকেই।

ছবি: ইনস্টাগ্রাম।

এবার আসা যাক একই উপাদানে তৈরি নার্গিসের লাল লেদারের স্কার্টে। টাইট ফিটিং পেন্সিল স্কার্টে তাঁর শরীরের নিম্নাংশের খাঁজ-ভাঁজ সুস্পষ্ট। হাঁটুর নিচে এসেই শেষ হয়ে গিয়েছে স্কার্টটি। দেখতে আপাতভাবে সাদামাটা, তবে লাল টপটির সঙ্গে পেন্সিল স্কার্টের মেলবন্ধন অভিনেত্রীকে ব্যতিক্রমী লুক দিয়েছে।

নজর কাড়ল অভিনেত্রীর অ্যাকসেসারিজও। ছবি: ইনস্টাগ্রাম।

সেইসঙ্গে কানে কালো হৃদয়চিহ্ন দেওয়া দুল, দু’হাতের অনামিকা-মধ্যমায় মানানসই আংটি। পায়ে একজোড়া কালো হিল জুতো। মেকআপের কথাও না বললেই নয়। স্ট্রেট চুল খোলা, গাল আর চোখের চারপাশে হাইলাইটেড শিমার মেকআপ। চোখে আইলাইনারের মোটা রেখা, সঙ্গে ন্যুড লিপস্টিক। সব মিলিয়ে মিশিয়েই নার্গিস ফাকরিকে দারুণ গ্ল্যামারাস লাগছে। জানা যাচ্ছে, ‘হাউসফুল 5’-এর প্রচারের জন্য নার্গিসের এই পোশাকটি তৈরি করেছেন শিল্পী ইশা সুবর্ণ।

ছবি: ইনস্টাগ্রাম।

বি টাউনে অভিনয়ের জন্য না হোক, কেতাদুরস্ত বলে সুখ্যাতি রয়েছে ‘মাদ্রাজ ক্যাফে’র নায়িকা নার্গিস ফাকরির। রকমারি পোশাক থেকে ছোট ছোট অ্যাকসেসারিজ – সব কিছুরই নাকি দারুণ কালেকশন তাঁর কাছে। আর নিজের সিনেমার প্রিমিয়ারে যে পোশাক-পরিচ্ছদ নিয়ে বাড়তি যত্ন নেবেন তিনি, সেটাই স্বাভাবিক।

লাল-কালো অভিনেত্রীর বরাবরের পছন্দ। ছবি: ইনস্টাগ্রাম।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement