সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশিরভাগ মহিলাই অল্পবিস্তর মেক আপ করতে ভালোবাসেন। তাঁদের কাছে মাসকারা, আইলাইনার, ব্লাশ, আইশ্যাডো, ব্রাশ, ফাউন্ডেশন এবং লিপস্টিক থাকে। আর সেগুলি শেষ না হওয়া পর্যন্ত একটানা ব্যবহার করে যান। তবে বিশেষজ্ঞদের মতে, দিনের পর দিন এই প্রসাধনীগুলি ব্যবহার করা উচিত নয়। তার ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই জেনে নিন আপনার কাছে থাকা প্রসাধন সামগ্রীগুলির আয়ু কতদিন।
মাসকারা
একটি মাসকারা কিনলে অনেকদিন ব্যবহার করা যায় ঠিকই। তবে ভুল করে একটানা বেশিদিন মাসকারা ব্যবহার করবেন না। তাতে ত্বক এবং চোখের ক্ষতি হতে পারে। তাই ৪ থেকে ৬ মাস পর মাসকারা বদল করুন।
আইলাইনার
৬ মাসের বেশি একই আইলাইনার ব্যবহার করবেন না। তাতে চোখের ক্ষতি হতে পারে। চোখ চুলকানো, ব্যথা এমনকী লালভাব দেখা দিতে পারে। তাই এক্সপায়ারি ডেট না পেরলেও বদল করুন আইলাইনার।
ব্লাশ এবং আইশ্যাডো
ব্লাশ এবং আইশ্যাডোর আয়ু বছরখানেক। তারপর আর তা ভুলেও ব্যবহার করবেন না।
ফাউন্ডেশন
ফাউন্ডেশন প্রতিদিন হাওয়ার সংস্পর্শে আসলে ক্ষতি হয়। তাই একটানা এক বছরের বেশি ফাউন্ডেশন ব্যবহার করবেন না। দীর্ঘদিন একই ফাউন্ডেশন ব্যবহার করলে ত্বকের ক্যানসার হতে পারে।
মেক আপ ব্রাশ
মেক আপ ব্রাশ প্রায় রোজই কমবেশি ব্যবহার হয়। তাই সপ্তাহে কমপক্ষে একবার সাবান এবং হালকা গরম জলে ধুয়ে নিন। বছরে কমপক্ষে একবার কিংবা দু’বার মেক আপ ব্রাশ বদল করুন।
লিপস্টিক
বেশি পুরনো লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। তাই টানা ৮ মাসের বেশি একই লিপস্টিক ব্যবহার করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.