Advertisement
Advertisement

Breaking News

Senco Gold & Diamonds

সেনকোর সহযোগিতায় ‘ক্যারভ্যান পুজো পপ-আপ’, ‘Gossip’-এর নয়া জুয়েলারি কালেকশন

এই পুজোয় সেনকোর নতুন কালেকশন 'Gossip'-এর থিম 'Kill Your Inner Demon'।

Gossip by Senco Gold & Diamonds Brings Bold Festive Fashion to Caravan Pujo Pop-Up
Published by: Buddhadeb Halder
  • Posted:August 11, 2025 12:44 pm
  • Updated:August 11, 2025 1:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানেই নতুনত্বের ছোঁয়া। আর একথা মাথায় রেখেই সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস নিয়ে এল তাদের সিগনেচার কালেকশন ‘Gossip’। ৮ থেকে ১০ আগস্ট উৎসবের বার্তা নিয়ে সেনকো গোল্ড হাজির হয়েছিল হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটির পূর্বাচল ক্লাবে। এখানে সেনকোর সহযোগিতায় অনুষ্ঠিত হয় ‘ক্যারভ্যান পুজো পপ-আপ’।

Advertisement

Gossip by Senco Gold & Diamonds Brings Bold Festive Fashion to Caravan Pujo Pop-Up with the Theme “Kill Your Inner Demon”

এই প্রজন্মের কথা মাথায় রেখেই উৎসবের সাজে ‘Gossip’ এক্সপেরিমেন্টাল ডিজাইনে হাজির হয়েছে। এই কালেকশনটি সাশ্রয়ী মূল্যে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল গয়না পরতে ভালোবাসেন এমন মহিলাদের জন্য বিশেষভাবে ডিজাইন করা। পুজোর সাজে শাড়ি, ফিউশন পোশাক বা ওয়েস্টার্ন লুক—যেকোনও কিছুর সঙ্গেই ‘গসিপ’-এর গয়না একদম পার্ফেক্ট। অক্সিডাইজড সিলভারের চোকার, টেম্পল-স্টাইলের কাফ, কুন্দন লেয়ারড সেট, স্টার্লিং সিলভারের গয়না এবং আমেরিকান ডায়মন্ড জুয়েলারি সবই পাবেন এই লাইফস্টাইল জুয়েলারি কালেকশনে।

এই পুজোয় Gossip-এর থিম হল “Kill Your Inner Demon”। এর মাধ্যমে ব্র্যান্ডটি নারীদেরকে আত্মসন্দেহ, ভয় ও নেতিবাচকতা থেকে বেরিয়ে আসার জন্য উৎসাহিত করবে। গয়না কেবল সাজগোজের জিনিস নয়। নারীর নিজের ক্ষমতা, আত্মবিশ্বাস ও নিজস্বতাকে পুনরুদ্ধার করার প্রতীক হিসেবেও উঠে এসেছে এই কালেকশন।

Gossip by Senco Gold & Diamonds Brings Bold Festive Fashion to Caravan Pujo Pop-Up with the Theme “Kill Your Inner Demon”

ক্যারভ্যান পুজো পপ-আপ-এ ‘Gossip’-এর স্টল ছিল অন্যতম আকর্ষণ। এখানে বিভিন্ন ধরনের সিলভার এবং ফ্যাশন জুয়েলারি প্রদর্শিত হয়। RJ রাই-এর সঙ্গে এক দারুণ আড্ডায় “Kill Your Inner Demon” থিম নিয়ে আলোচনা চলে। ইনফ্লুয়েন্সার প্রীতি সরকারের ‘Preetizen’-এর সঙ্গে একটি জমকালো ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছিল। সেখানে আধুনিক সাজপোশাকের সঙ্গে Gossip-এর জুয়েলারি তুলে ধরা হয়।

‘Gossip’ হল তাঁদের জন্য যাঁরা সাহসী, সুন্দর এবং নিজেদেরকে প্রকাশ করতে পিছপা হন না। এই পুজোয় আপনার গয়না শুধু একটি অনুষঙ্গ নয়, এটি হয়ে উঠুক আপনার বর্ম।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ভারতের শীর্ষস্থানীয় একটি জুয়েলারি প্রতিষ্ঠান। উৎসব হোক বা অনুষ্ঠান দীর্ঘ ৮৫ বছর ধরে তারা ভরসার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। সমগ্র ভারতবর্ষে তাঁদের ১৮৫টি শোরুম রয়েছে। ‘Gossip’-এর জুয়েলারি পাবেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সমস্ত শোরুমে। অনলাইনে কেনাকাটার জন্য ভিজিট করুন: www.mygossip.in

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ