সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে তো বর্ষাকাল। তার উপর আবার বঙ্গোপসাগরে দফায় দফায় নিম্নচাপ। দু’য়ের জাঁতাকলে বৃষ্টি যেন নিত্যদিনের সঙ্গী। আর তার ফলে অনেকেরই চুল পড়ার সমস্যা বাড়ছে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে নানা টোটকা মেনেও লাভ হচ্ছে না তন্বীর। রূপচর্চা বিশেষজ্ঞদের মতে, এই টোটকাগুলির অধিকাংশই ভ্রান্ত ধারণা। আপনিও কী স্বাস্থ্যোজ্বল চুল পাওয়ার আশায় এই নিয়মগুলি মেনে চলেন? মিলিয়ে দেখুন তো।
ভ্রান্ত ধারণা ১: মাথার ত্বক শুষ্ক হলে খুশকির সমস্যা বাড়ে।
বিশেষজ্ঞদের মত: শুধুমাত্র মাথার শুষ্ক ত্বক খুশকির জন্য দায়ী নয়। মাথার ত্বক যাঁদের তৈলাক্ত তাঁদেরও খুশকি হতে পারে। দুশ্চিন্তা, কম ঘুমের জন্য খুশকি হতে পারে। তার ফলে চুল পড়ার সমস্যা বাড়তে পারে।
ভ্রান্ত ধারণা ২: চুল কাটলে দ্রুত বাড়ে।
বিশেষজ্ঞদের মত: চুলের বৃদ্ধি হয় গোড়া থেকে। ডগা কাটলে চুল দ্রুত বাড়ে না। শুধুমাত্র ডগা ফাটার সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।
ভ্রান্ত ধারণা ৩: দিনে ১০০ বার চুল আঁচড়ালে উজ্জ্বল হয়।
বিশেষজ্ঞদের মত: কমপক্ষে ১০০ বার চুল আঁচড়ালে উজ্জ্বল হয় না। চুল পড়ার সমস্যাও কমে না। পরিবর্তে বারবার চুলে চিরুনি দিলে বাড়তে পারে চুল পড়ার সমস্যা।
ভ্রান্ত ধারণা ৪: রোজ ধুলে চুলের ক্ষতি হয়।
বিশেষজ্ঞদের মত: প্রতিদিন চুল ধুলে ক্ষতি হয় না। বরং যাঁরা একাধিকবার বাড়ি থেকে বেরন কিংবা বৃষ্টিতে ভিজলে চুল ধুয়ে ফেলা প্রয়োজন। তাতে চুলের গোড়া পরিষ্কার থাকে। স্বাভাবিকভাবেই চুলের স্বাস্থ্যোন্নতি হয়।
ভ্রান্ত ধারণা ৫: ড্রায়ার দিয়ে চুল শুকোলেই ক্ষতি।
বিশেষজ্ঞদের মত: বারবার ড্রায়ার ব্যবহার করলে চুলের ক্ষতি হয়। তবে স্যাঁতস্যাঁতে আবহাওয়া চুল ভিজে থাকার চেয়ে ড্রায়ার ব্যবহার করা ভালো। তাতে চুল পড়ার আশঙ্কা কমে।
ভ্রান্ত ধারণা ৬: শ্যাম্পু করার আগে রাতভর চুলে তেল।
বিশেষজ্ঞদের মত: আমাদের চুলের গোড়ায় তেলগ্রন্থি থাকে। সেখান থেকে প্রয়োজনমতো তেল নির্গত হয়। তাই সারারাত তেল মাখার কোনও কারণ নেই। তেল মাখলে সবসময় পরিষ্কার চুলে লাগানো উচিত।
ভ্রান্ত ধারণা ৭: পাকা চুল তুললে আরও হয়।
বিশেষজ্ঞদের মত: পাকা চুল তুললেই আরও বেশি হয় তা নয়। তবে পাকা চুল কাটা কিংবা তোলার ঝঞ্ঝাট না করাই ভালো। কারণ, তাতে তার আশপাশে থাকা ছোট চুল ক্ষতিগ্রস্ত হতে পারে।
এই ভ্রান্ত ধারণাগুলি থাকলে আজই বদলে ফেলুন। একঢাল স্বাস্থ্যোজ্জ্বল চুলের অধিকারী হোন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.