সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্ল্যাক হেডসের পাশাপাশি হোয়াইট হেডস জনিত সমস্যা নিয়েও জেরবার হতে হয়। ত্বকের যে সব অংশ থেকে তেল বের হয়, সেই সব জায়গায় ত্বকের রন্ধ্রপথে তেল, মৃত কোষ জমে মুখ বন্ধ হয়ে গেলে তৈরি হয় হোয়াইট হেডস। মূলত থুতনি, নাকের উপরই হোয়াইট হেডসের দৌড়াত্ম্য থাকে। অনেকেই পার্লারে যান এর থেকে মুক্তি পাওয়ার জন্য। তবে কারি কারি খরচ করার দরকার নেই। ঘরোয়া টোটকাও রয়েছে বেশ কিছু।
হোয়াইট হেডস থেকে রেহাই পেতে কি করবেন? ঝটপট জেনে নিন।
১) কর্নফ্লাওয়ার জলে মিশিয়ে এর সঙ্গে কয়েক ফোঁটা ভিনেগার মিলিয়ে হোয়াইট হেডসে লাগান। আধঘণ্টা পর উষ্ণ গরম জলে নরম কাপড় ভিজিয়ে ঘষে তুলে ফেলুন। এরপর ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
২) চন্দনগুঁড়ো ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করুন। উপকার পাবেন। ২০-৩০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে নিন।
৩) আতপ চালের গুঁড়োর সঙ্গে মসুর ডাল বাটাও এর অব্যার্থ দাওয়াই। নাকের পাশে বা ত্বকের যেকোনও জায়গায় হোয়াইট হেডস হলে সেটা কখনই চাপ দিয়ে বের করার চেষ্টা করবেন না। এই পেস্ট লাগিয়ে কিছুক্ষণ রেখে ঘষে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ১বার ষথেষ্ট।
৩) ঘরোয়া পদ্ধতিতে স্ক্রাব করতে পারেন। এরজন্য চিনি, লেবুর রস এবং অলিভ অয়েল দিয়ে মাস্ক তৈরি করে নিন। এবার কিছুক্ষণ এই মিশ্রণ লাগিয়ে ত্বক ম্যাসাজ করে ধুয়ে নিন। চিনির পাশাপাশি চালের গুঁড়োও স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারেন।
৪) হোয়াইট হেডস পরিষ্কার করার আগে মুখে গরম জলের স্টিম নিতে পারেন। এতে রোমকূপ খুলে গিয়ে হোয়াইট হেডস বেরতে সাহায্য করে।
৫) মুলতানি মাটির মাস্কও ব্যবহার করতে পারেন। এতে আপনার ত্বকের মৃত কোষও দূর হবে। আমন্ড গুঁড়ো করে এর সাথে গ্লিসারিন এবং এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব হিসেবে মুখে হালকাভাবে ঘষুন। তবে মিহি গুঁড়ো করবেন না, একটু যেন দানাদার থাকে দেখে নেবেন। এই স্ক্রাবটি মুখের হোয়াইট হেডস দূর করতে কার্যকরী ভুমিকা পালন করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.