সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে অফিসের ব্যস্ততা। তার উপর আবার বাড়ির কাজ। সবমিলিয়ে পার্লারে যাওয়ার অবকাশ নেই। ম্যানিকিওর তো দূর অস্ত। হাতের যাচ্ছে তাই দশা। বহু গৃহিণী এই সমস্যায় ভোগেন। মনখারাপও করেন কেউ কেউ। তবে তাদের জন্য রয়েছে সহজ উপায়। পার্লারে না গিয়ে বাড়ি বসেই পেতে পারেন নরম হাত। সহজ কয়েকটি কৌশল অবলম্বন করলেই হতে পারে মুশকিল আসান।
* দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস থাকলে প্রথমেই তা ছেড়ে দিন।
* ভুল করে নখ দিয়ে কোনও লেবেল ছেঁড়ার চেষ্টা করবেন না। তাতে নখ দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
* এবড়ো খেবড়ো নখ হাতের সৌন্দর্য নষ্ট করে। তাই প্রথমে হাতের নখ সমান করে কেটে ফেলুন। ফাইল দিয়ে ঘষে নিতেও পারেন।
* নখের আশপাশ যেন শুষ্ক না হয়ে যায়, সেদিকে খেয়াল রাখুন। কিউটিকল অয়েল কিংবা হ্যান্ড ক্রিম দিয়ে মাসাজ করুন। এরপর একটি নরম তোয়ালে দিয়ে হাত মুছে নিন।
* প্রতিদিন হ্যান্ড ক্রিম ব্যবহার করুন। তাতে হাতের ত্বকের পাশাপাশি নখের আশপাশও শুষ্ক হয় না।
* বাসন মাজার ফলে নখের ক্ষতি হয়। অনেক সময় কোণ থেকে ভেঙে যায়। কিংবা ঔজ্জ্বল্য নষ্ট হয়। নিজের নখের সুরক্ষায় বাসন মাজা কিংবা জামাকাপড় কাচার আগে গ্লাভস ব্যবহার করুন।
* একটানা বেশিদিন কোনও নেলপলিশ পরে থাকবেন না। তাতে নখের রং বদলে যাওয়ার সমস্যা তৈরি হয়। তাই নেলপলিশ মাঝে মাঝে তুলে ফেলুন। ‘ব্রেক’ দিন নখকে। তাতে নখের স্বাস্থ্যোন্নতি হবে।
* শুধু নখ কিংবা হাতের যত্ন নিলে হবে না। নখের ভঙ্গুরতা কমাতে অবশ্যই খাদ্যতালিকার দিকে বিশেষ নজর দিন। বায়োটিন, ভিটামিন ই, আয়রন সমৃদ্ধ খাবার খান। বেশি করে জল এবং অবশ্যই ফল খান। তাতে নখ আরও শক্ত হবে। আচমকা ভেঙে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.