Advertisement
Advertisement
Garlic for Hair

চুল পড়া বন্ধ করতে অতি উপকারী রসুন, ব্যবহার করুন এই পদ্ধতিতে

যেকোনও গৃহস্থ বাড়ির রান্নাঘরে রসুন থাকবেই।

How to use garlic to stop hair fall
Published by: Sayani Sen
  • Posted:July 14, 2025 5:55 pm
  • Updated:July 14, 2025 6:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেকোনও গৃহস্থ বাড়ির রান্নাঘরে রসুন থাকবেই। যাঁরা রসিয়ে কষিয়ে খাবার খেতে ভালোবাসেন, তাঁদের কাছে রসুনের কদর যথেষ্ট। কারণ, রান্নার স্বাদ বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার। তবে জানেন কি, চুল পড়া বন্ধ করতেও রসুন উপকারী। তবে যেভাবে সেভাবে তা ব্যবহার করলে চলবে না। নির্দিষ্ট পদ্ধতিতে রসুন ব্যবহার করলে মিলবে সুফল।
প্রথমেই জেনে নেওয়া যাক, ঠিক কী কারণে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে রসুন?
* আসলে রসুনে থাকে সালফার। যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে।
* এছাড়া রসুনের জীবাণুরোধী ক্ষমতা রয়েছে। তার ফলে চুলের ত্বকে কোনও জীবাণু সংক্রমণ আটকায়। স্বাভাবিকভাবে তাতে চুল পড়া কমে।

Advertisement

Garlic

কীভাবে রসুন ব্যবহার করলে মিলবে সুফল?
রসুন তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। তা মাথায় মাখলে চুল পড়া কমবে।
রসুন তেল তৈরি করবেন কীভাবে:
একটি পাত্রে নারকেল কিংবা অলিভ অয়েল নিন। তার মধ্যে সামান্য পরিমাণ থেঁতো করা রসুন দিন। মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। ঠান্ডা হলে একটি পাত্রে ছেঁকে নিন। এবার তা মাথায় মাখুন। ৫-১০ মিনিট হালকা হাতে মাসাজ করুন। তাতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। কমবে চুল পড়া। মাত্র কয়েকদিন ব্যবহারে মিলবে সুফল।

how to use garlic for hair growth

রসুন পেস্ট
৮-১০ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিন। এবার অল্প থেঁতো করে নিন। আধঘণ্টা শুকনো চুলের গোড়ায় মেখে রাখুন। রস শুকিয়ে গেলে চুল ঝেড়ে নিন। শ্যাম্পু করে ফেলার পর দেখবেন চুল চকচক করছে। আগের তুলনায় অনেক বেশি নরমও হয়ে গিয়েছে।

garlic for hair benefits

রসুন গুঁড়ো
রসুন গুঁড়ো তৈরি করে নিতে পারেন। একটি হাওয়া চলাচল করতে পারবে না এমন কৌটো রেখে দিন। সপ্তাহে কমপক্ষে একবার তেলের সঙ্গে মিশিয়ে ওই গুঁড়ো চুলের গোড়ায় মাখুন। চুল পড়া কমবে।

Garlic for Hair

তবে রসুন চুলের জন্য ব্যবহার করার আগে অবশ্যই দেখে নিন আপনার অ্যালার্জি হয় কিনা। নইলে হিতে বিপরীত হতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ