সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ির খাবার থেকে বাড়িতে তৈরি নানা প্রসাধন সামগ্রীতেই ভরসা রাখেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। বাড়িতে মজুত বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়েই নিজের রূপচর্চা করে থাকেন জাহ্নবী। বিভিন্ন সাক্ষাৎকারে ফাঁস করেছেন সেই সিক্রেট। মূলত মা শ্রীদেবীর থেকেই এই ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চার নানা উপায় শিখেছেন সেকথাও স্বীকার করেছেন। এই পুজোয় কম সময়ে জাহ্নবীর ‘ডু ইট ইয়োরসেলফ’ রূপচর্চার পদ্ধতি মেনে আপনিও কিন্তু নিজেকে সুন্দর করে তুলতে পারেন। আপনার বাড়িতে মজুত কোন কোন সামগ্রী দিয়ে জাহ্নবীর পছন্দের ফেসপ্যাক বানাতে পারবেন জেনে নিন তার পদ্ধতি।
এই ফেসপ্যাক বানাতে লাগবে, দই, মধু, একটা পাকা কলা, অর্ধেক কমলালেবু, আমন্ড অয়েল, সানস্ক্রিন, ঈষদুষ্ণ গরম জল ও একটি তোয়ালে। এরপর ঠিক জাহ্নবীর মতো ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। অথবা চাইলে শুধুমাত্র জল দিয়েও মুখ পরিষ্কার করে নিতে পারেন। এরপর ভালোভাবে মুখে স্টিম নিন। একটি পাত্রে গরম জল নিয়ে সেই গরম জলের ভাপ নিলে মুখের ত্বকের জন্য তা অত্যন্ত কার্যকরী। তোয়ালে দিয়ে মাথা ঢাক দিয়ে নিয়ে গরম জলের ভাপ নেবেন। এতে মুখের পোরসগুলি ওপেন হয়ে যাওয়ায় মুখের ত্বক পরিষ্কার করতে সুবিধা হবে।
এরপর দই, মধু, একটা পাকা কলা, আমন্ড অয়েল, একসঙ্গে নিয়ে মিশিয়ে ফেসপ্যাকের মিশ্রণ বানিয়ে নিয়ে মুখে নির্দিষ্ট সময় অবধি রেখে দিন। মুখের ত্বকে ফেসপ্যাক শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে নিন। এরপর অর্ধেক কমলালেবুর রস মুখে মেখে নিন। এতে আপনার ত্বক হাইড্রেট হবে সঙ্গে আপনার ত্বকে পুষ্টি জোগাবে। এরপর এই পদ্ধতি শেষে আপনার প্রতিদিনের ব্যবহার্য সানস্ক্রিন মুখে মেখে নিলেই জাহ্নবীর মতো পুজোর আগে আপনার ত্বকের যত্ন আপনিও নিতে পারবেন। যা হবে সহজ ও চটজলদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.