ছবি ইনস্টাগ্রাম
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ার সুন্দরী অভিনেত্রীদের সাজপোশাককে ফ্যাশনে ট্রেন্ডিং হিসাবে ধরেন অনেকেই। তাঁদের সাজপোশাককে নকল করে ট্রেন্ডে গা ভাসাতেও ভালোবাসেন। এবার নববর্ষে তাঁদের মতো করে আপনিও সেজে উঠতে পারেন। রইল তারই সুলুক সন্ধান।
বাঙালিয়ানা উপযাপনে বলি পাড়ার নায়িকাদের অনেকেরই প্রথম পছন্দ শাড়ি। সেই তালিকায় প্রথমেই নিতে হয় কাজলের নাম। নববর্ষে কাজলকে অনুসরণ করে পরে ফেলুন হালকা মভ কালারের সঙ্গে সিলভার পাড়ের ট্র্যাডিশনাল শাড়ি। সঙ্গে রূপোলি রঙের মানানসই গ্লাসহাতা ব্লাউজ। গয়নাতেও নিজস্বতার ছোঁয়া। হোয়াইট সিলভারের ভারি নেকপিসের সঙ্গে ম্যাচিং কানের দুল, আর পাথর বসানো আংটি। হালকা মেকআপের সঙ্গে ন্যুড শেডের লিপস্টিক তাঁকে অনন্যা করে তুলেছে। এবার আপনার পয়লা বৈশাখের সাজও হতে পারে কাজলের মতো।
বলিপাড়ার আরেক নায়িকা রানি মুখোপাধ্যায়ের মতো রূপোলি পাড়ের টুকটুকে লাল রঙের ট্র্যাডিশনাল শাড়িতেও হয়ে উঠতে পারেন অনন্যা। লাল ব্লাউজের সঙ্গে হাতে শাঁখা পলা একেবারে বাঙালি সাজে ধরা দিয়েছেন নায়িকা। শাড়ির সঙ্গে পরেছেন ভারি সোনার গয়না, সঙ্গে লাল টিপ, লাল লিপস্টিক আর খোঁপায় ফুলের মালা। এবার পয়লার সাজে আপনিও রানির মতো মোহময়ী সাজে সেজে উঠুন।
বলিউডের ক্যাট আই গার্ল বিপাশা বসুর মতো আবার বেছে নিতে পারেন রানি রঙের শাড়ি। সোনালি জড়ি পাড়ের শাড়ির সঙ্গে ছিল রানি রঙের ব্লাউজ। খোলা চুলের সঙ্গে ভারি কানের দুল, হালকা হার, পাথর বসানো কাঁকন, আংটি, গোলাপি টিপ আর গোলাপি লিপস্টিকে বিপাশার মতো লুকে তাক লাগাতে পারেন আপনিও।
বঙ্গতনয়া কঙ্কনা সেনশর্মার মতো কি আপনিও বেশি সাজগোজে বিশ্বাসী নন? বরাবরই নিজেকে ছিমছাম রাখতে ভালোবাসেন? তাহলে তাঁর মতো লালচে মেরুন রঙের সিফন শাড়ির সঙ্গে গ্লাস হাতা ব্লাউজে চমকে দিন! কানে পরতে পারেন পাথর বসানো টপ। শাড়ির সঙ্গে মেরুন রঙের ম্যাচিং বটুয়াও নিতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.