Advertisement
Advertisement
Kali Puja 2025

ত্বকের যত্ন নেওয়ার সময় নেই? দীপাবলির আগে এই ফেসপ্যাকগুলিই বদলে দেবে চেহারা

এক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করবেন দেখে নিন।

Kali Puja 2025: Last-Minute Diwali Glow face pack
Published by: Arani Bhattacharya
  • Posted:October 14, 2025 8:53 pm
  • Updated:October 14, 2025 8:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো শেষ হয়ে গেলেও পুজোর আমেজ এখনও শেষ হয়নি। কারণ সামনেই আসছে কালী পুজো। পুজোর নানা আতিথেয়তার পর্ব মিটতে না মিটতেই কালী পুজোয় ফের বাড়িঘর পরিষ্কার করার তুমুল ব্যস্ততার মাঝেই নিতে হবে নিজের যত্নও। কম খরচে এবং সময় বাঁচিয়ে নিজের ত্বকের যত্ন নিতে বাড়িতেই ট্রাই করতে পারেন ঘরোয়া কিছু উপায়। যাতে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। এক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করবেন দেখে নিন।

Advertisement

উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করতে পারেন লেবু ও মধু। আলাদাভাবে নয় একসঙ্গে একটি লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে তা মুখে ১০-১৫ মিনিট মতো মেখে রেখে দিন। এতে আপনার মুখের ত্বক হবে নরম, হাইড্রেটেড। মিনিট ১৫ রাখার পর উষ্ণ গরম জলে মুখ ধুয়ে ফেলুন। দেখবেন মুখের ত্বকে ঠিক কতটা পরিবর্তন এসেছে। ভিটামিন সি সমৃদ্ধ এই প্যাক মুখের দাগছোপ সরাতেও সাহায্য করে। তাই কালীপুজোর আগে অবশ্যই নিয়ম করে এই প্যাক ব্যাবহার করতে পারেন।

ত্বকের উজ্জ্বলতা আনতে বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারেন হলুদ ও দইয়ের বিশেষ এক প্যাক। যা ব্যবহার করলে কম সময়ে বিনা ব্যায়ে রূপচর্চা করতে পারবনে। ১ টেবিল চামচ দই ও ২-৩ চিমটে হলুদ গুঁড়ো নিয়ে একটি প্যাক বানিয়তে নিন। এরপর এটি ১৫মিনিট মতো মুখে মেখে, রেখে দিয়ে ধুয়ে ফেলুন। হাতে যেটুকু সময় রয়েছে দীপাবলীর আগে তাতে এই প্যাক ট্রাই করতেই পারেন রূপের উজ্জ্বলতা বাড়াতে।

উৎসবের মরশুমে বাড়ির একাধিক কাজের চাপ সামলাতে গিয়ে আপনার ত্বকের উপর তার প্রভাব পরে মারাত্মক। ত্বক হাইড্রেশন হারায়। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা ও গোলাপজলের বিশেষ প্যাক। ১ টেবিল চামচ অ্যালোভেরা জেল ও ১ টেবিল চামচ গোলাপজল ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার মুখে মেখে নিন ও ১০ মিনিট মতো রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন। সপ্তাহে বেশ কয়েকবার এই প্যাক ট্রাই করতে পারলে আপনার ত্বকের চেহারা বদলাবে ধীরে ধীরে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ