Advertisement
Advertisement
Lipstick

ঠোঁটের রং বলে দেবে মনের কথা, লিপস্টিকই ফাঁস করবে আপনার স্বভাব

কোন রঙের লিপস্টিক পরতে ভালোবাসেন?

Know how Lipstick can predict your personality
Published by: Suparna Majumder
  • Posted:November 25, 2024 7:02 pm
  • Updated:November 25, 2024 7:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুন্দর ঠোঁটের আপনজন লিপস্টিক। যখন যেমন চাই, তেমন রঙে ভরে ফেলা যায় ওষ্ঠখানি। কেউ পোশাকের সঙ্গে এই রং মিলিয়ে নেন, কেউ আবার নিজের মর্জির মালিক। যখন যেমন চাই, তেমন লিপস্টিক পরে নেন। অনেকেই ভাবেন লিপস্টিক সাজগোজের উপাদান। তাইতো ফ্যাশনিস্তাদের কলেকশনে থাকে। কিন্তু ঠোঁটের রং বলে দিতে পারে মনের কথা। হ্যাঁ, লিপস্টিকের মাধ্যমে নাকি কোনও মানুষের ব্যক্তিত্ব আঁচ করা যায়। কীভাবে?

Advertisement

অফিস হোক কিংবা কোনও অনুষ্ঠান। আপনি কি লাল রঙের লিপস্টিক পরতে ভালবাসেন? উত্তর যদি হ্যাঁ হয়, তবে আপনি যে সাহসী তা আর নতুন করে কিছুই বলার অপেক্ষা রাখে না। বিশেষজ্ঞদের দাবি, যাঁরা লাল রঙের লিপস্টিক পরতে পছন্দ করেন তাঁরা স্বাধীনচেতা ও বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী হন। এছাড়াও অন্যান্যদের তুলনায় অনেক বেশি উদ্যম থাকে এঁদের মধ্যে। তাছাড়া লাল রঙের আভিজাত্যই আলাদা। এই রং ঠোঁটে থাকলে নারী সৌন্দর্য কয়েকগুণ বেড়ে যায়।

Red-Lipstick

আপনি কি কারও কঠিন কথা একেবারেই মেনে নিতে পারেন না? বকাঝকা শুনলেই আপনার চোখে জল চলে আসে? এমন ক্ষেত্রে বিশেষজ্ঞদের দাবি, আপনার নাকি গোলাপি রঙের লিপস্টিকই বেশি মন টানে৷ এই রঙের লিপস্টিকপ্রেমীরা অন্যান্যদের তুলনায় বেশি কোমল ও মিষ্টি স্বভাবের। এমনটাই মনে করা হয়। 

Pink-lipstick

সমাজের উলটো স্রোতে হাঁটতে ভালবাসা মহিলার অভাব নেই। বিশেষজ্ঞদের দাবি, এমন মহিলারা নাকি বাদামি রংয়ের লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান। যেকোনও বিষয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসিকতাও রয়েছে এঁদের। 
ন্যুড শেডের লিপস্টিক যাঁরা পরতে পছন্দ করেন, তাঁরা অত্যন্ত শান্তিপ্রিয়। বিশেষজ্ঞদের মতে, তাঁরা নিজের সৌন্দর্য নিয়েও যথেষ্ট সচেতন।

Nude-Lipstick

সচরাচর কালো রঙের লিপস্টিক মহিলাদের ঠোঁটে দেখা যায় না। তবে যাঁরা একটু অন্য রংয়ের লিপস্টিক পরেন, তাঁরা যে অত্যন্ত সাহসী তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের দাবি, ব্যতিক্রমী রঙের লিপস্টিক যাঁরা পরতে ভালোবাসেন তাঁরা নিজেদের লক্ষ্যে অবিচল। সমাজের কোনও বাধা গতে তাঁদের আটকে রাখা সম্ভব নয়। 

Black-Lipstick

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ