সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্যান্ডউইচ বা বিভিন্ন স্ন্যাক্সের সঙ্গে মেয়োনিজ মাস্ট। মেয়োনিজ খাবারের স্বাদ আরও বাড়িয়ে তোলে। আর তাই সন্ধ্যার সুস্বাদু স্ন্যাক্সের সঙ্গে মেয়োনিজ চাইই চাই। কিন্তু জানেন কি স্যান্ডউইচ বা বিভিন্ন খাবারের স্বাদ বড়াতে তো বটেই এছাড়াও রূপচর্চাতেও মেয়োনিজ ভীষণ উপকারি। কীভাবে করবেন এর ব্যবহার জেনে নিন।
ত্বকের যত্নে মেয়োনিজের জুরি মেলা ভার। গরমে অতিরিক্ত রোদে ট্যানের সমস্যায় জেরবার হলে ঠান্ডা মেয়োনিজ মুখে মাখলে ট্যান থেকে মুক্তি পাওয়া যাবে।
শীতকালে ত্বক অতিরিক্ত শুষ্ক ও রুক্ষ হয়ে গেলে ত্বককে আদ্র রাখতেও মেয়োনিজ ভীষণ উপকারি। মুখের ত্বককে আদ্র রাখতে মেয়োনিজ ম্যাজিকের মতো কাজ করে। হাতে কিছুটা মেয়োনিজ নিয়ে তা মুখে মেখে নিন। ত্বকের যত্নে এভাবে মেয়োনিজে ব্যবহার করলে তাতে থাকা ভিটামিন ই ত্বককে আদ্র রাখতে সাহায্য করবে।
শীতকালে স্ক্যাল্পে খুশকির সমস্যায় জেরবার হন সিংহভাগ মানুষ। তাই খুশকির সমস্যার সমাধানেও মেয়োনিজ ব্যবহার করতে পারেন। পাতি লেবুর রস ও মেয়োনিজ একসঙ্গে মিশিয়ে মাথায় মেখে কিছুক্ষণ তা রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিন দিন এই নিয়ম মেনে চুলে মেয়োনিজ মাখলেই খুশকি থেকে রেহাই মিলবে।
হেয়ার মাস্ক হিসাবেও ব্যবহার করতে পারেন মেয়োনিজ। নিষ্প্রাণ চুলে জেল্লা ফিরিয়ে আনতে নারকেল তেল ও মেয়োনিজ একসঙ্গে দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়ে চুলে মাস্কের মতোই অ্যাপ্লাই করুন। কিছুক্ষণ রেখে শ্যাম্পু করে নিয়মমতো চুলে কন্ডিশনার মেখে নিলেই দেখবেন চুলের জেল্লা ঠিক কতটা বেড়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.