সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঙালির যে কোনও আনন্দ উৎসব মানেই নতুন জামাকাপড়ের সঙ্গে সোনার গয়না কেনার একটা বিষয়ও জড়িয়ে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে সেই সোনা কেনার বিষয়ে কোনও পরিবর্তন না এলেও গয়নার কারুকার্যে এসেহে পরিবর্তন। আর সেসবকিছুকে মাথায় রেখেই শহরের স্বর্ণ বিপনি শ্যামসুন্দর জুয়েলার্স প্রতি পার্বণের মতো শারদীয়াতেও নিয়ে এল নতুন সম্ভারের প্রদর্শনী।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের শারদীয়া স্পেশাল এই ‘স্বর্ণ সম্ভার ২০২৫’ চলবে ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। যা খুবই জনপ্রিয় এবং বহু প্রতীক্ষিত গহনা প্রদর্শনী। শারদীয়া স্পেশাল এই ‘স্বর্ণ সম্ভার এই বছর পা রাখছে ২৩ বছরে। এই বিশেষ সংস্করণের নানা সংগ্রহের মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী এবং ট্রেন্ডি বিয়ের গহনা, সাবেকি গয়না, সাশ্রয়ী মূল্যে হিরের গয়না। এছাড়াও থাকছে গ্রহরত্ন এবং মূল্যবান পাথরের জমকালো সংগ্রহ এবং গ্রাহকদের জন্য থাকছে অনেক আকর্ষণীয় অফার ও ড্র।
এখানেই শেষ নয়, প্রতি কেনাকাটায় থাকছে ক্রেতাদের জন্য নিশ্চিত উপহার। সোনার গয়নার কেনাকাটায় প্রতি গ্রামে থাকছে ৪২৫ টাকা ছাড। যেকোনও হিরের গয়নার মজুরিতে থাকছে ৭৫% ছাড়। গ্রহরত্ন-এর এমআরপিতে থাকছে ১৫% ছাড়। শারদীয়া স্বর্ণ সম্ভার ও চমকভরা ধনতেরাসে মিলিতভাবে পুরস্কার হিসাবে দেওয়া হবে মেগা ড্র-তে ৫ টি স্কুটি।
এছাড়াও থাকছে অন্যান্য অনেক সুবিধা, যেমন থাকছে পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না নেওয়ার সুবিধা। যে কোনও হলমার্ক সোনার গয়নায় ১০০% ফেরত মূল্য এবং সোনায় সোহাগায় গয়না কেনার বিশেষ ছাড়ের সুবিধা। সব মিলিয়ে, শারদোৎসবের প্রাক্কালে একটি বিশেষ উপহারের মোড়কে এই ‘স্বর্ণ সম্ভার’ পেশ করা হচ্ছে – যা শায়মসুন্দর কোম্পানি জুয়েলার্স সংস্থার প্রতিশ্রুতির প্রতীক।
ইতিমধ্যেই জনপ্রিয় এবং ঐতিহ্যশালী পুজো নলিন সরকার স্ট্রিট পুজো মন্ডপে নির্মীয়মান মা দুর্গা দেবীর সামনে একটি বিশেষ প্রেস প্রিভিউতে বিশেষ স্বর্ণ সম্ভার কালেকশন ‘শক্তিরূপেনী’ উন্মোচন করেন প্রখ্যাত চিত্রকর সনাতন দিন্দা ও সংস্থার দুই ডিরেক্টর অর্পিতা এবং রূপক সাহা। এই বছরের নলিন সরকার স্ট্রিট এর থিম হলো ‘রূপান্তর’, জানান সনাতন দিন্দা, যিনি এই কর্মকাণ্ডের কাণ্ডারী, যার কাজ সারা বিশ্বে জনপ্রিয়। শিল্পী বলেন, “আমি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সোনার ‘শক্তিরূপেণী’ কালেকশনটি উন্মোচন করতে পেরে খুবই আনন্দিত, আমি শ্যাম সুন্দরের সাথে অনেকদিন ধরে জড়িত | শ্যাম সুন্দর এর গয়নার কালেকশনের শৈল্পিক ভাবনাগুলো আমায় ভীষণ ভাবে আকর্ষণ করে।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমাদের এই প্রাক পুজা উপস্থাপনা ‘স্বর্ণ সম্ভার’ এবার তেইশ বছরে পড়ল। গহনার নকশা এবং কারুকার্যের সূক্ষ্মতা, এক্সক্লুসিভ কালেকশন সব দিক থেকে বিচার করলে এবছর এটা আরও স্পেশাল। তাছাড়া আকর্ষণীয় সব অফার তো আছেই।”
শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের আরেক ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমরা এই তেইশতম বর্ষের ‘স্বর্ণ সম্ভার’ আমাদের ক্রেতা বন্ধুদের উৎসর্গ করছি। তাঁদের সমর্থন এবং উৎসাহ ছাড়া এতদূর এগোনো সম্ভব হত না। গহনার ডিজাইন নিয়ে তাঁদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা আমরা সব সময়ই চালিয়ে যাব। সেই সঙ্গে ন্যায্য মূল্যে সেরা জিনিসটি তুলে দিতেও আমরা বদ্ধপরিকর।” একই সঙ্গে তিনি সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও শারদীয়া স্বর্ণ সম্ভার-এ সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে রূপক সাহা বলেন, “শ্যাম সুন্দর কোং জুয়েলার্স, উৎসবের মরসুমে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। ‘শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৫’ চলবে ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৫ কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত), এবং ত্রিপুরা (আগরতলা, ধর্মনগর এবং উদয়পুর) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে। আসুন, আপনার উৎসবকে করে তুলুন আরও রঙিন, আপনার শারদোৎসব হয়ে উঠুক আরও আনন্দময়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.