Advertisement
Advertisement
Lifestyle News

পাঞ্জাবি থেকে শেরওয়ানি, দীপাবলিতে সাবেকি পোশাকেই বাজিমাত করুন পুরুষরা, রইল টিপস

উৎসবের মরশুমে সাবেকি সাজে সেজে উঠুন পুরুষরাও।

Lifestyle News: some Diwali Outfit Ideas For men
Published by: Arani Bhattacharya
  • Posted:October 17, 2025 6:59 pm
  • Updated:October 17, 2025 7:26 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলোর উৎসবের মরশুমে বাড়ির ভোল বদলে ফেলা এবং বাড়িতে পুজোর আয়োজনের পাশাপাশি নিজেকে সাজিয়ে তোলার একটা বিষয় থেকেই যায়। এই দীপাবলিতে রইল পুরুষদের সাজপোশাকের টিপস। যা আপনাকে সাহায্য করবে কেমন পোশাকে সেজে উঠবেন তা খানিক আন্দাজ করতে পারবেন আপনি।

Advertisement

উৎসবের মরশুমে সাবেকি সাজই যেন সবথেকে মানানসই হয়ে ওঠে। বাড়ির পুজোর দিনগুলিতে বাজার করা থেকে পুজোর সাজ, নানা আয়োজনের ঝক্কি পেরিয়ে চটজলদি তৈরি হতে চোখ বন্ধ করে সাবেকি পাজামা-পাঞ্জাবিতে সেজে উঠতে পারেন।


চিরাচরিত পাঞ্জাবি-পাজামার বদলে অন্য এই ধাঁচের কিছু পরতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধ গলা কুর্তার সঙ্গে জহর কোর্ট দিয়ে সেজে ফেলতেই পারেন। এমনিতেই পাঞ্জাবি বা কুর্তার সঙ্গে জহর কোর্ট পরলে তাতে অন্য মাত্রা যোগ হয়। তবে মাথায় রাখবেন দু’টি পোশাকের রঙের মধ্যে যেন সাযুজ্য থাকে। হালকা ও গাঢ় রঙের পোশাকের মেলবন্ধন আরও আকর্ষণীয় করে তুলবে।

ফিউশন পোশাক এই মুহূর্তে ভীষণ ট্রেন্ডিং। পুরুষদের পোশাকেও দীপাবলিতে ফিউশনের ছোঁয়া রাখতেই পারেন। তাই এই দিপাবলীতে সিল্কের কুর্তার সঙ্গে সিল্কের ধুতি প্যান্টের মতো ফিউশন পোশাকে সেজে উঠতেই পারেন। চাইলে পরতে পারেন এর সঙ্গে মানানসই জ্যাকেটও।

অনেকেই উৎসবের এই মরশুমে নিজের পছন্দের পোশাকে সেজে ওঠার জন্য নতুনের বদলে আলমারিতে থাকা পুরনো কুর্তা বা পাঞ্জাবিতেই সেজে উঠতে পছন্দ করে। অনেকসময় সেই পছন্দের পোশাকখানা নষ্ট হয়ে এলে তাতে মনের মতো করে তুলির টানেও অন্যভাবে ফুটিয়ে তুলতে পারেন। সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ পাজামা বা জ্যাকেটে সাজলেই আপনার দীপাবলির সাজ সম্পূর্ণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ