Advertisement
Advertisement
Manu Bhaker

শুটার যখন শো’জ স্টপার! ফ্যাশন শোয়ে র‌্যাম্পে হেঁটে তাক লাগালেন মনু ভাকের

র‌্যাম্প দিয়ে হাঁটতে হাঁটতে কখনও শুটিংয়ে লক্ষ্য স্থির করার মতো ভঙ্গিমা করলেন, কখনও আবার নিজস্ব কায়দায় হাতের বিশেষ মুদ্রা দেখালেন।

Manu Bhaker rocks the ramp at Lakme Fashion Week with her air-gun pose
Published by: Sucheta Sengupta
  • Posted:October 12, 2024 8:05 pm
  • Updated:October 12, 2024 8:07 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে শক্তির রূপ তো অন্যদিকে মোহিনী রূপ। বন্দুকের নলে চোখ রেখে যিনি নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেন, তিনিই আবার এসব কাজ ছেড়ে দক্ষ মডেলদের মতো কাঁপিয়ে দেন ফ্যাশন শো। শুটারের কেতাদুরস্ত পদচারণায় র‌্যাম্পে ওঠে মাতন! দেশজুড়ে অশুভ শক্তির বিনাশকালে দেবী আবাহনের মাঝে এমনই দৃশ্যের সাক্ষী রইল দিল্লির নামী ফ্যাশন শো। ল্যাকমে ফ্যাশন শোয়ে হেঁটে র‌্যাম্প মাতালেন অলিম্পিকে জোড়া পদকজয়ী শুটার মনু ভাকের! হরিয়ানাকন্যার এ এক অন্য রূপ। দক্ষ মডেলদের মতোই তাঁর র‌্যাম্প ওয়াক। মনু ভাকেরকে ফ্যাশন শোয়ে দেখে হাততালি যেন আর থামতেই চায় না।

Advertisement
র‌্যাম্পে মজে মনু। ছবি: সোশাল মিডিয়া।

২০২৪-এ প্যারিস অলিম্পিক থেকে শুটিংয়ে জোড়া পদক এনেছেন হরিয়ানার মেয়ে মনু ভাকের। দেশে ফিরে ঘোষণা করেছিলেন, আপাতত ছুটি নেবেন তিন বছর। মন দেবেন অবশ্য ভরতনাট্যম, ঘোড়দৌড়ে। এসব ছাড়াও নিজের যেসব ক্ষেত্রে উৎসাহ, সেদিকেও নজর দেবেন। তারই মধ্যে তিনি সুযোগ পেলেন মডেল হওয়ার। তাও আবার ল্যাকমে ফ্যাশন শো-র মতো বিরাট মঞ্চে! সপ্তাহান্তে দিল্লির র‌্যাম্পে মনু ভাকেরের ক্যাটওয়াক একেবারে মাতিয়ে দিয়েছে।

দক্ষ মডেলদের মতোই হাঁটলেন ফ্যাশন শোয়ে। ছবি: সোশাল মিডিয়া।

পরনে কালো স্লিভলেস হাঁটুঝুল মিডি স্কার্ট, একই রঙের টপ। সঙ্গে নিয়ন সবুজ শ্রাগ কাঁধের উপর ফেলা, পায়ে স্ট্র্যাপ দেওয়া উঁচু হিল জুতো। খোলা চুল। মঞ্চ দিয়ে হাঁটতে হাঁটতে কখনও শুটিংয়ে লক্ষ্য স্থির করার মতো ভঙ্গিমা করলেন, কখনও আবার নিজস্ব কায়দায় হাতের বিশেষ মুদ্রা দেখালেন। কখনও বা ‘হ্যান্ডস আপ’ কায়দা। সবমিলিয়ে গোটা র‌্যাম্পে শুটারের প্রতি পদক্ষেপ একেবারে বিস্মিত করে তুলল দর্শকদের। বন্দুক চালিয়ে অভ্যস্ত যিনি, তিনি এমন র‌্যাম্প ওয়াক শিখলেন কোথায়? এনিয়ে জোর আলোচনা ফ্যাশন জগতে। তবে এসব তুচ্ছ করে তিনি হেঁটে গেলেন গটগটিয়ে। মনু ভাকের অবশ্য প্রথম নয়। এর আগেও ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা র‌্যাম্পে হেঁটেছেন। সেই তালিকায় সানিয়া মির্জা, পিভি সিন্ধুরাও রয়েছেন। এবার যুক্ত হলেন অলিম্পিকে পদকজয়ী শুটার।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ