Advertisement
Advertisement
Meghan Markle

সাদা-কালোয় মোহময়ী মেগান! ডিজাইনার বন্ধুর পোশাকে র‌্যাম্প মাতালেন ব্রিটিশ রাজবধূ

প্যারিস ফ্যাশন উইকে মেগান মর্কেলের 'সারপ্রাইজ ভিজিট'।

Meghan Markle's surprise appearance to Paris Fashion Week, walks wearing dress made by fashion designer friend
Published by: Sucheta Sengupta
  • Posted:October 5, 2025 8:16 pm
  • Updated:October 5, 2025 8:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাদা আর কালো রঙের মায়া যাঁরা বোঝেন, তাঁরাই বোঝেন। আর সেই রঙের মোহময়ী হয়ে উঠতে পারেন ক’জনই বা? মনোক্রমে যাঁরা মুগ্ধ করেন, তাঁদেরই একজন ব্রিটিশ রাজবধূ মেগান মর্কেল। যদিও তিনি রাজবধূর তকমা ছেড়েছেন আগেই। এখন স্বনামেই বেশ পরিচিত মেগান। এমনিতে অভিনেত্রী, মডেল, সঞ্চালিকা হিসেবে নিজের কেরিয়ারে বেশ সফল। এখন সংসারের পাশাপাশি ফের সেই পেশাগত জীবনে মনোনিবেশ করেছেন। তারই অংশ হিসেবে শনিবার প্যারিস ফ্যাশন উইকে একেবারে ‘সারপ্রাইজ ভিজিট’ দিলেন। দীর্ঘদিনের বন্ধুর পাশে থাকতে তাঁরই তৈরি পোশাকে র‌্যাম্প মাতালেন ডাচেস অফ সাসেক্স। সেসব ছবি ইতিমধ্যে বেশ প্রশংসিত।

Advertisement
স্টাইলিশ মেগান মর্কেল। ফাইল ছবি।

র‌্যাম্পে হাঁটা মেগানের কাছে নতুন কিছু নয়। বহু ফ্যাশন শো-ই তাঁর উপস্থিতিতে আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। এবার প্যারিস ফ্যাশন উইকের মতো নামী শো-এ মেগান মর্কেলের অংশগ্রহণ দীর্ঘ সময় পর এই র‌্যাম্পের ছটা আরও ছড়িয়ে দিল। কখনও দুধসাদা থ্রি পিস, কখনও ঘন কালো ওয়ান পিসে বছর চুয়াল্লিশের মোহময়ী মেগান নজর কাড়লেন সকলের।

দুধসাদা পোশাকে প্যারিস ফ্যাশন উইকে মেগান।

আসলে এই র‌্যাম্প শো-য় মেগানের উপস্থিতির অন্য একটা কারণও আছে। ফ্যাশন ডিজাইনার পিয়েরপাওলো পিকিওলি তাঁর দীর্ঘদিনের বন্ধু। একসঙ্গে অনেক কাজ করেছেন। একে অপরের পেশার প্রতি শ্রদ্ধাশীল। সেই পিকিওলির পাশে দাঁড়াতেই আটলান্টিকে ‘সোলো ট্রিপ’ সেরে প্যারিসে গিয়ে হাজির প্রিন্স হ্যারির ঘরনি। পিকিওলির তৈরি করা পোশাকেই র‌্যাম্পে হাঁটলেন মেগান।

মেগানের ফ্যাশন ডিজাইনার বন্ধু পিয়েরপাওলো পিকিওলি।

মেগানের পরনে ছিল দুধসাদা চওড়া ট্রাউজার, তার সঙ্গে মানানসই ব্লেজার। তার উপর একই রঙের একটি স্কার্ফ। পরে অবশ্য তাঁকে কালো পোশাকেও দেখা যায়। কালো স্লিভলেস ওয়ান পিস, সঙ্গে কালো পয়েন্টেড পেনসিল হিল। এই পোশাকেই নাকি তাঁকে সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল।

কালো ওয়ান পিসে আরও মোহময়ী মেগান।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ফ্যাশন শো-র কিছু ছবি শেয়ার করেছেন মেগান। তাতে এও দেখা গিয়েছে, প্যারিসের রাস্তায় নিজেই গাড়ি চালিয়ে শো-এ হাজির হয়েছেন তিনি। এই মুহূর্তে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ মেগান নিজের জীবন নিয়ে তথ্যচিত্রের শুটিং করছেন। তার মাঝে বন্ধুর পিকিওলির ডাকে সাড়া দিয়ে প্যারিস ফ্যাশন উইকে দ্যুতি ছড়িয়ে গেলেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ