অভিরূপ দাস: ফ্যাশন দুনিয়াতেও ‘দেশপ্রেম।’ বাজারে চলে এসেছে অপারেশন সিঁদুর শাড়ি।
যার আঁচলে দিল্লির লালকেল্লা, সেখানে দেশের জাতীয় পতাকা উড়ছে পতপত করে। গোটা বডি জুড়ে লেখা ‘মেরা ভারত মহান।’ একটা দু’টো নয়। হিন্দি, বাংলা, মারাঠি, তেলুগু, গুজরাতি, ওড়িয়া- এমন ২১টি ভাষায় লেখা হয়েছে গোটা শাড়িতে। তবে আসল বিশেষত্ব শাড়ির গায়ে! সেখানে সেলোটেপ দিয়ে লাগানো এক শিশি সিঁদুর।
সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় একাধিক নারীর সিঁথি থেকে যা মুছে গিয়েছে চিরতরে। বেছে বেছে পুরুষদের গুলি করে মেরেছে জঙ্গিরা। এরপরই ৬ মে মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনারা পাকিস্তানের জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। এই অভিযানেরই নাম ‘অপারেশন সিঁদুর।’
সেই নামেই এবার শাড়ি এল নিউমার্কেটে শপ নম্বর জি ২১ মনসা শাড়িতে। ডিজাইনার চাহাত ইসরানি তড়িঘড়ি তৈরি করেছেন ‘অপারেশন সিঁদুর শাড়ি’। চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছেন অন্যান্য শাড়ির দোকানিরাও। এই মুহূর্তে এই শব্দ-বন্ধ ভারতবাসীর মুখে-মুখে। ‘অপারেশন সিঁদুর।’ এতটাই তা বিখ্যাত হয়ে গিয়েছে, ট্রেডমার্ক কিনতে চাইছেন অনেকেই।
এখনও তিন মাস বাকি স্বাধীনতা দিবসের। ফি-বছর স্বাধীনতার সময়ে পতাকা-তিরঙ্গা নানাবিধ শো পিস কেনার হিড়িক পড়ে। এবার ‘অপারেশন সিঁদুর’-এর একটা চিহ্ন রাখতে চাইবেন সকলেই। সে চিন্তা থেকেই এই শাড়ি। চাহাত ইসরানির কথায়, “প্রত্যেকেই কোনও না কোনওভাবে জওয়ানদের পাশে দাঁড়াতে চান। তাদের কথা ভেবেই এই অপারেশন সিঁদুর শাড়ি।”
নিউমার্কেটে শপ নম্বর জি ২১ মনসা শাড়িতে পথচলতি যেই আসছেন দাঁড়াচ্ছেন। দেখছেন। চাহাত ইসরানি জানিয়েছেন, এটা স্রেফ পরার শাড়ি নয়। ঘরে সংগ্রহে রাখার মতো। তৈরি হয়েছে প্রিমিয়াম স্যাটিন মেটিরিয়াল দিয়ে। গোটা শাড়িজুড়ে ভারতের নানা বৈশিষ্ট্য। ভারতীয় বাদ্যযন্ত্র, স্থাপত্য, পরিবহণের মাধ্যম সবই ফুটে উঠেছে ‘ওয়াটার মার্ক-এ। যাঁরা জওয়ানদের শ্রদ্ধা জানাতে চান তাঁদের জন্য ১৫ আগস্টের আগে এমন শাড়ি তৈরি করার কথা ভাবছে মনসা শাড়ি। দাম রাখা হবে নশো থেকে ১২০০ টাকার মধ্যে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.