সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হু হু করে বাড়ছে তাপমাত্রার পারদ। আবার তার উপর বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। বৃষ্টি না হলেই প্যাচপ্যাচে গরম। ঘাম যেন কমবেশি সকলের নিত্যসঙ্গী। এক পোশাক না কেচে দ্বিতীয়দিন পরা যেন অসম্ভব। কাজের ব্যস্ততা অনেক সময়ই পোশাক কাচা সম্ভব হয় না। তবে সহজ কয়েকটি কৌশলে না কাচা জামা এই তীব্র গরমে দ্বিতীয়বার পরা সম্ভব। কীভাবে চলুন তা জেনে নেওয়া যাক।
১. প্রচণ্ড গরমে সাধারণত কোনও পোশাকের বগলের আশপাশ, ঘাড়ের কাছে বেশি অপরিষ্কার হয়। সেক্ষেত্রে গোটা জামা না কেচে বিশেষ বিশেষ কয়েকটি অংশ ধুয়ে ফেলতে পারেন। তাতে জামাকাপড় খারাপও হয় কম। আবার দ্বিতীয়বার পরতেও কোনও সমস্যা হয় না।
২. যে পোশাক পরে বাইরে থেকে আসলেন, সেটি বাড়ি ফিরে অবহেলা করবেন না। পরিবর্তে ধীরে সুস্থে ওই পোশাকটি খুলে তা হাওয়ায় শুকোতে দিন। পোশাক থেকে ঘাম শুকিয়ে গেলে দেখবেন তা আবার কিছুটা হলেও পরার যোগ্য হয়ে গিয়েছে।
৩. গ্রীষ্মকালে অনেকের পোশাক থেকে গন্ধ পাওয়া যায়। তার ফলে তা না কেচে দ্বিতীয়বার পরতে বিরক্ত লাগে। এই সমস্যা থেকে বাঁচতে দ্বিতীয়বার কোনও জামা পরার ক্ষেত্রে বডি স্প্রে করতে ভুলবেন না। তাতে আপনার পোশাক আবার নতুনের মতো হয়ে যেতে পারে।
৪. পোশাক পরার সময় আপনার শরীরে একাধিক লেয়ার তৈরি করুন। পোশাক কখনও খালি শরীরে পরবেন না। সবসময় অন্তর্বাস ব্যবহার করুন।
৫. আজ যে পোশাকটি পরলেন, সেটি কাচতে না-ই পারেন। প্রতিদিন একই পোশাক না কেচে পরবেন না। পরিবর্তে সপ্তাহে ৩-৪ দিন ওই না কাচা পোশাকটি পরতেই পারেন।
এই পরামর্শ দেওয়া হলে, বছরের যেকোনও সময়ে না কেচে পোশাক পরতেই পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.