Advertisement
Advertisement
Shyam Sundar Co Jewellers

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর মেগা লাকি ড্রয়ে জয়ীরা পেলেন আকর্ষণীয় পুরস্কার

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর মেগা লাকি ড্রয়ে জিয়লেন কারা?

Shyam Sundar Co Jewellers announces lucky draw winners name
Published by: Sandipta Bhanja
  • Posted:May 26, 2025 7:58 pm
  • Updated:May 26, 2025 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২২ এপ্রিল থেকে ৩ মে ২০২৫ পর্যন্ত শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ত্রিপুরার ৩ শাখা শোরুম ও ১৫ এপ্রিল থেকে ৩ মে অব্দি কলকাতার ৩ টি শাখা শোরুমে উদযাপিত হয়েছে ‘শুভ অক্ষয় তৃতীয়া উৎসব’। এই বিশেষ অফারে গ্রাহকরা প্রত্যেক কেনাকাটার সাথে যে কুপন পেয়েছিলেন, তাঁদের মধ্যে থেকেই কলকাতায় ২৫ মে ২০২৫ লাকি ড্র-এর মাধ্যমে মেগা ড্র -এর বিজয়ীদের বেছে নেওয়া হয়।

সেই উপলক্ষে বিশিষ্ট ক্রিকেটার সম্বরণ ব্যানার্জি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর অর্পিতা ও রূপক সাহা। এদিন তারাই গ্রাহকদের জন্য মেগা লাকি ড্র-এর পুরস্কার, ৩ টি স্কুটি-র লাকি ড্র কুপনগুলো বেছে নেন।

বিজয়ী গ্রাহক হলেন-
১. নমিতা দাস (A1011)
২. খোকন দেব (A1774)
৩. নবনীতা মিত্র (4395)

৩ জন ভাগ্যবান বিজয়ী গ্রাহকের হাতে তাঁদের পুরস্কারগুলি আগামী দিনে এক বিশেষ উপস্থাপনার মাধ্যমে তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে এসে সম্বরণ ব্যানার্জি বলেন, “এখানে এসে শুভ অক্ষয় তৃতীয়া উৎসব- এর লাকি ড্র কুপন বাছাই করে আর ভাগ্যবান গ্রাকদের নাম ঘোষণা করতে পেরে সত্যিই খুব খুশি হয়েছি।” সঙ্গে তিনি বিজয়ীদের শুভেচ্ছা আর অভিনন্দন জানান। একই সঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকেও এতো সুন্দর এক আয়োজন করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স এর ডিরেক্টর রূপক সাহা বলেন, ‘প্রথমেই সবাই কে জানাই আন্তরিক শুভেচ্ছা, এই বছরের অক্ষয় তৃতীয়া উৎসব অসামান্য সাফল্য পেয়েছে। আমাদের সকল প্রিয় গ্রাহকদের ও রাজ্যবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের এই আয়োজনে পাশে থাকার জন্য। একইসঙ্গে বরাবরের মতো, সংস্থার তরফে গ্রাহকদের আশ্বস্ত করছি আমাদের গয়নার গুণমান, পরিষেবা এবং সঠিক মূল্য নিয়ে।’ সংস্থার আরেক ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “আমরা সবাই জানি, অক্ষয় তৃতীয়া খুবই শুভ তিথি। তাই এরকম শুভ সময়ে সোনা কিনে তার উজ্জ্বল ছটায় সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করতে আমরা সকলেই চাই। এবছর অক্ষয় তৃতীয়ায় হিরে ও সোনার নতুন নতুন কালেকশনে আমাদের প্রত্যেক শোরুম সেজে উঠেছিল । আর গ্রাহক বন্ধুরা পাশে থাকাতে সেই সাজ আরো উজ্জল হয়ে উঠেছিল।” শুভেচ্ছা বিনিময় ও সকলকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement