সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহর থেকে অনেক দূরে, ত্রিপুরার এক প্রত্যন্ত গ্রাম ওয়ারেংবাড়ি। গোমতী জেলার এই গ্রামটি যেন সৌহার্দ্য ও ভালোবাসার এক নতুন খোঁজ। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ‘স্বর্ণগ্রাম’ উদ্যোগের মাধ্যমে এই গ্রাম এখন সেজে উঠছে নতুন সাজে।
এই গ্রামেরই আবাসিক স্কুল ‘স্বর্ণগ্রাম শিক্ষালয়’। গ্লোরি অ্যাকাডেমির সহযোগিতায় শ্যাম সুন্দর কোং গ্রামের শিশুদের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা করেছেন। অভিজ্ঞ শিক্ষকদের অধীনে শিশুরা বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। এখানে উন্নতমানের শিক্ষার পাশাপাশি রয়েছে খেলাধুলার ব্যবস্থা। এমনকী রয়েছে শিশুদের জন্য পুষ্টিকর খাবারও। আর এই সবকিছুর নেপথ্যে রয়েছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর আন্তরিক প্রচেষ্টা। শ্যাম সুন্দর কোং শুধু গয়না বা হীরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নয়। বরং এমন বহু স্বাচ্ছাসেবী কাজের সঙ্গে এই প্রতিষ্ঠান যুক্ত যা তাদের ঐতিহ্য ও পরম্পরাকে আরও আলোকিত করে তোলে।
সম্প্রতি এখানে ‘স্বর্ণগ্রাম শিক্ষালয় বার্ষিক আনন্দোৎসব’ পালিত হল। উৎসবের দিন কাণায় কাণায় পূর্ণ ছিল অনুষ্ঠানকক্ষ। রেয়াং উপজাতি শিশুদের অভ্যার্থনা সঙ্গীতের মাধ্যমে এদিন অনুষ্ঠান শুরু হয়। আর গ্রাম্য যুবকদের ঐতিহ্যবাহী হোজাগিরি নৃত্যের মাধ্যমে তা শেষ হয়।
এই উৎসবে প্রত্যেক শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক। সঙ্গে ছিল নানাবিধ উপহার সামগ্রী। সকলের মুখের হাসিই যেন জানান দিচ্ছিল এমন অনন্য উদ্যোগের সার্থকতা।
শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শুধু একটি গহনার প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার। এই পরিবার গহনার সৌন্দর্য দিয়ে মন জয় করার পাশাপাশি সমাজের প্রতি তার দায়িত্বও পালন করে আসছে দীর্ঘদিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.