Advertisement
Advertisement
Skin Care Tips

চটজলদি ত্বকে জেল্লা আনতে বাড়িতেই বানিয়ে নিন কোরিয়ান ফেসপ্যাক, রইল টিপস

মাত্র দুটি উপকরণেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন বিশেষ এই ফেস প্যাক।

Skin care Tips for instant glow with homemade korean face pack
Published by: Arani Bhattacharya
  • Posted:July 8, 2025 6:49 pm
  • Updated:July 8, 2025 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপচর্চায় কোরিয়ান প্রসাধনীর বিশেষ চাহিদা রয়েছে। যদি আপনি রাসায়নিকযুক্ত বিভিন্ন প্রসাধনীর বদলে বাড়িতেই তা বানিয়ে নিতে চান তাহলে জেনে নিন বাড়িতে থাকা কী কী জিনিস দিয়েই কোরিয়ান ফেস প্যাক দিয়ে রূপচর্চা করতে পারবেন ও তা কিভাবে বানাবেন।

Advertisement

চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল শুধুমাত্র দুটি উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন বিশেষ এই কোরিয়ান ফেস প্যাক। প্রথমে একটি পাত্রে অ্যালভেরা পাতা থেকে জেল বের করে নিয়ে তাতে ২ চা চামচ চালের গুঁড়ো মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। যতক্ষণ না এই মিশ্রণটি ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ ব্লেন্ড করে নিন।

এরপর ভালোভাবে মুখ জল দিয়ে ধুয়ে নিয়ে তৈরি করে রাখা ফেসপ্যাকটি মুখ ও ঘাড়ে অ্যাপ্লাই করুন। ১৫ মিনিট রেখে দিন। এরপর প্যাক শুকিয়ে এলে তা হালকা হাতে সামান্য জল দিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

বাড়িতে তৈরি এই কোরিয়ান ফেসপ্যাক ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। একইসঙ্গে ত্বককে নরম ও জেল্লাদার করতেও ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই প্যাকের জুড়ি মেলা ভার। এই ফেসপ্যাকে ব্যবহৃত চালের গুঁড়ো ও অ্যালোভেরা জেল ত্বককে সতেজ রাখতে সাহায্য করে। তাই উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে নিয়ম করে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement