Advertisement
Advertisement
Fashion Tips

মুখের রোম পরিষ্কারে রেজার ব্যবহার করছেন? সাবধান! এই নিয়মগুলি না মানলে হতে পারে বিপদ

নিয়ম না মানলেই হতে পারে মারাত্মক বিপদ।

some Fashion Tips for using face razor
Published by: Arani Bhattacharya
  • Posted:July 19, 2025 8:47 pm
  • Updated:July 19, 2025 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখের অবাঞ্চিত লোম তুলে ফেলতে রেজারের ব্যবহার নতুন কিছু নয়। বেশ কিছু ক্ষেত্রে মহিলারাও মুখের অবাঞ্ছিত লোম তুলতে ভরসা করেন লেডিজ রেজারের উপরেই। পার্লার যাওয়ার সময় না থাকলে সেই সম্ভবনা থাকে আরও বেশি। ঘন ঘন রেজার ব্যবহারের ক্ষেত্রে মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। না মানলেই হতে পারে মারাত্মক বিপদ। জেনে নিন ঠিক কি কী নিয়ম মেনে চলবেন।

Advertisement

মুখে রেজার ব্যবহার করার আগে মুখের ত্বক এক্সফোলিয়েট করতে ভুলবেন না। মনে রাখবেন মুখের মৃতকোষ পরিষ্কার হলে রেজার ব্যবহারে সুবিধা হবে। ত্বকের সমস্যাও হবে না।

রেজার ব্যবহার করার পর ঠান্ডা জল ব্যবহার করবেন নিয়ম করে। সম্ভব হলে ওই ঠাণ্ডা জলে সামান্য তুলসী বা লেমনগ্রাস অয়েল মিশিয়ে নিতে পারেন।

রেজার ব্যবহার করার আগে মুখে অ্যালোভেরা জেল মেখে নেবেন অবশ্যই। অসাবধানতায় কেটে গেলে যাতে কোনও সমস্যা হলে তা এড়ানো যায় তাই এই পন্থা অবলম্বন করতে পারেন।

বিশেষজ্ঞরা বলছেন মুখে রেজার ব্যবহার করার পর মুখে বরফ না ঘষতে। এতে নাকি ত্বকের ক্ষতি হয়। তাই ঠাণ্ডা জলে মুখ ধুয়ে নিয়ে পাতলা কাপড় বা তোয়ালে দিয়ে মুখ মুছে নেবেন। মুখে বরফ ঘষলে অনেকসময় ত্বকের সমস্যা দেখা দিতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement