Advertisement
Advertisement
Durga Puja Latest Trends

‘ব্যাগ’ দিয়ে যায় চেনা! পুজোয় আপনার সঙ্গী হতে পারে ইন রাউন্ড কিংবা জুটব্যাগ!

আপনার ব্যাগের কালেকশনে রয়েছে তো এসব?

These bags are latest trendy this Durga Puja
Published by: Biswadip Dey
  • Posted:August 22, 2025 8:51 pm
  • Updated:August 25, 2025 6:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরে-বাইরে যাঁদের গোটা দিন কাটে, ব্যাগের গুরুত্ব তাঁদের কাছে আলাদাই। বাড়ির চৌকাঠ পেরলেই হয় পিঠে ব্যাগ, নয় হাতে ল্যাপটপ ব্যাগ। আর না হলে কাঁধে ঢাউস অফিস ব্যাগ। ছুটিছাটার দিন বাদ দিলে বছরের বাকি সময় তো এসবই বাইরের জীবনের সঙ্গী। কিন্তু শারদোৎসবের চারটি দিন তো আলাদা। সেসব দিনের জন্য ফ্যাশন নিয়ে আলাদা প্ল্যান থাকে সকলের। যারা আবার ব্যাগপ্রেমী, তাদের ফোকাস থাকে পুজোর চারটে দিন রকমারি ব্যাগেই স্টাইল দেখানোর। তাঁদের জন্য রইল কিছু টিপস।

Advertisement

বছর কয়েক ধরেই ফ্যাশনে বেশ ইন রাউন্ড ব্যাগ। জুট হোক কিংবা প্রিন্টেড পিস – দারুণ চাহিদা। একটা স্ট্রিং যুক্ত রাউন্ড ব্যাগ ক্রস করে নিলে বেশ অন্যরকম লাগে। আর নিজেরও বেশ সুবিধা হয়। ব্যাগের হাতল ধরার বালাই নেই, দুটো হাত একদম ফ্রি! পশ্চিমি পোশাক তো বটেই, ইন্দো-ওয়েস্টার্নের সঙ্গে দারুণ লাগে এই গোল ছোট ব্যাগ। মূলত জুটের রাউন্ড ব্যাগই বেশি ফ্যাশনেবল। তবে ইদানিং প্রিন্টেড পিসেও তা তৈরি হচ্ছে। দামও বাজেটের মধ্যে। আপনার ওয়ার্ড্রোবে যদি এই ব্যাগ না থাকে, তাহলে পুজোর আগে কিনেই ফেলুন। কালেকশনের কদর বাড়বে বই কমবে না।

রাউন্ড ব্যাগ যাদের পছন্দ নয়, তারা সহজে তুলে নিন লম্বা স্ট্রিংওয়ালা লম্বাটে ব্যাগ। মাল্টিকালার কিংবা একরঙা – যে কোনও ধরনের ব্যাগই আপনার স্টাইলে নতুন ছোঁয়া এনে দেবেই। একটা ফোন বা টাকাপয়সা রাখার জন্য বেশ ভালো। আবার একটু বড় ব্যাগ চাইলে তাও পাবেন রকমারি। লেদার কিংবা বোহো, কটন বা সিল্কে – যে কোনও উপাদানে তৈরি এসব ছোট-বড়-মাঝারি ব্যাগই আপনার যাতায়াতের সঙ্গী হতে পারে। তবে এসব ব্যাগ কেনার সময় খেয়াল রাখবেন রঙের দিকে। একটু ডার্ক রং হলেই সবচেয়ে ভালো হয়। আর রং অপছন্দ হলে একেবারে সাদা ব্যাগ নিন।

এছাড়াও রয়েছে হিপ্পি-স্টাইলের বোহেম ব্যাগ। বস্ত্রের উপর পুঁতি, চুমকি, কাচ বা ঝালর দিয়ে অসামান্য নকশা করা একেকটা ব্যাগের একেকরকম রূপ! কোনটা ছেড়ে কোনটা দেখবেন? এসব ব্যাগের দাম যদিও একটু বেশি, কিন্তু কালেকশনে রাখলেই আপনার স্টাইল স্টেটমেন্টের প্রশংসা একেবারে বাঁধা!
এর বাইরে আজকাল ছোট হাতলের ব্যাগও ফ্যাশনে ইন। কাঁধে নয়, হাতেও নয়। কবজি বা কনুইয়ে নিয়ে বেরিয়ে পড়লেই হল। এটা শুধু ছোট ব্যাগেই নয়, বড় ব্যাগেও এই ছোট হাতল মানানসই। পোশাকের সঙ্গে মিলিয়ে একরঙা ব্যাগই আপনাকে ভিড়ের মাঝে করে তুলবে অনন্য। তাহলে আর দেরি কেন? পুজো স্পেশাল ব্যাগের কালেকশন নিয়ে এখনই ভাবনাচিন্তা শুরু করে দিন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ