সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। মেট গালার লাল গালিচায় চমক দিতে প্রস্তুত শাহরুখ থেকে দিলজিৎ, প্রিয়াঙ্কা, কিয়ারারা। তা নিয়ে সময় যত এগোচ্ছে, ততই চড়ছে উত্তেজনার পারদ। মেট গালা নিয়ে কৌতূহলের যেন অন্ত নেই। তারকাখচিত এই অনুষ্ঠানে রয়েছে একাধিক নিয়মকানুন। যা না মানলে বড়সড় শাস্তির কোপে পড়তে পারেন তারকারা। আজীবনের জন্য মেট গালায় পা রাখার ক্ষেত্রে নিষিদ্ধ করা হতে পারে তাঁদের। মেট গালায় কী কী নিয়ম রয়েছে?
মোবাইল ও সেলফি নিষিদ্ধ
মেট গালায় সাধারণত হাই প্রোফাইল তারকারা অংশ নেন। তা সত্ত্বেও তাঁদের কারও ছবি সোশাল মিডিয়ায় দেখা যায় না। নিদেনপক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতেও দেখা যায় না। কারণ, মেট গালায় মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। তোলা যায় না সেলফিও।
নিষিদ্ধ রসুন, পিঁয়াজ, পার্সলে
মেট গালায় নিষিদ্ধ রসুন, পিঁয়াজ। এমনকী পার্সলে পাতা দেওয়া রয়েছে এমন খাবার নিষিদ্ধ রুশেটার মতো খাবারও পরিবেশিত হয় না।
ধূমপানে ‘না’
‘ফ্যাশনের তীর্থক্ষেত্র’ মেট গালা। নামীদামি ডিজাইনারের পোশাকে সেজে অনুষ্ঠানে অংশ নেন তারকারা। যাতে তা নষ্ট না হয় তাই মেট গালায় ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। যত হাই প্রোফাইল তারকাই হোন না কেন, এই নিয়ম ভাঙার অনুমতি পাবেন না কেউ।
পোশাক অনুমোদন
মেট গালায় কেউ টিকিট কেটে অংশ নিতে পারেন না। শুধুমাত্র আমন্ত্রিতরা অংশ নিতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেক অতিথিকে আগে থেকে কোন পোশাক পরবেন, তা পাঠিয়ে অনুমোদন নিতে হয়। ভোগ ম্যাগাজিনের এডিটর ইন চিফ আন্না উইন্টরের কাছ থেকে সবুজ সংকেত পেলে তবে সেই পোশাক পরা সম্ভব।
আসন বিন্যাস
মেট গালায় আমন্ত্রিতরা কোথাও কে বসবেন, তা নিজেরা স্থির করতে পারেন না। আগে থেকে আসন নির্বাচন করাই থাকে। ভোগ ম্যাগাজিনের স্পেশাল প্রজেক্ট ডিরেক্টর ওয়ার্ড ডুরেটের সাজানো আসন বিন্যাসেই বসতে হয় সকলকে। দম্পতিরাও কখনও এই অনুষ্ঠানে পাশাপাশি বসার সুযোগ পান না। কারণ, অন্যদের সঙ্গে যাতে পারস্পরিক সম্পর্ক তৈরি হয়, সে কথা মাথায় রেখে আসন বিন্যাস করা হয়।
নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় ব্রাত্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.