সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ! যুগে যুগে এই প্রশ্ন ফিরে এসেছে। এআই প্রযুক্তি নিয়েও সেই সমস্যা। সম্প্রতি ভারতের অর্থ মন্ত্রক নির্দেশিকা জারি করেছে, ‘চ্যাটজিপিটি’, ‘ডিপসিক’-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ্লিকেশনগুলিকে অফিসের কম্পিউটার বা অন্য যন্ত্রে ব্যবহার করা যাবে না! কেন বলা হয়েছে একথা? সরকার পক্ষ আশঙ্কা করছে, ওই অ্যাপগুলির মাধ্যমে তথ্য ফাঁস হতে পারে।
গত ২৯ জানুয়ারি অর্থমন্ত্রকের যুগ্মসচিব প্রতীপকুমার সিংয়ের সই করা নির্দেশিকাটি জারি করা হয়। যদিও তা প্রকাশ্যে এসেছে বুধবার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ কোনও অ্যাপ অফিসের যন্ত্রে ব্যবহার হলে সরকারি গোপন নথি এবং তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণেই অফিসের কম্পিউটারে রাখা যাবে না ‘চ্যাটজিপিটি’, ‘ডিপসিক’ ইত্যাদি অ্যাপলিকেশন।
এদিকে বুধবারই ‘চ্যাটজিপিটি’-র নির্মাতা সংস্থা ‘ওপেন এআই’ কর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যত নিয়ে যখন আলোচনা হচ্ছে, সেই সময়েই এআই নিয়ে সাবধানি নির্দেশিকা জারি করল কেন্দ্রেরই অর্থমন্ত্রক। উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিপদের আশঙ্কায় অস্ট্রেলিয়া এবং ইটালির মতো দেশগুলিও। সেখানেও সরকারি দপ্তরে ‘ডিপসিক’ ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.