সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম হোক বা বিয়ে, হানিমুন পিরিয়ড কেটে যাওয়ার পরই চোখে পড়তে থাকে সঙ্গীর ছোটোখাটো নানা ভুল। কেউ কেউ একটা পর্যায় পর্যন্ত তা এড়িয়ে যান। মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। কেউ কেউ আবার সঙ্গীকে ‘পারফেক্ট’ করতে মরিয়া হয়ে যান। এখানেই শুরু সমস্যার। আপনার ভুল শোধরানোর পদ্ধতিতে গলদ থাকলেই ঘটে যায় বিপত্তি। ক্রমশ বাড়ে দূরত্ব। বিচ্ছেদের ঘটনাও ঘটে। তাই সঙ্গীর ভুল সংশোধনের সময় সবসময় মাথায় রাখবেন কয়েকটি বিষয়।
কী করবেন না
১. ভুলভ্রান্ত সংশোধন করে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অত্যন্ত ইতিবাচক। এর অর্থ সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান আপনি। তবে সঙ্গীর বেস্ট ভার্সন পাওয়ার চেষ্টায় এমন আচরণ করবেন না তাঁর মন ভেঙে দেয়। বা নিজেকে আপনার বোঝা বলে মনে হতে পারে। তাই নিজের আচরণের দিকে নজর দিন।
২. আপনি যখন কারও ভুল ধরছেন, এর অর্থ তাঁর চোখে তাঁকে ভেঙে দিচ্ছে। নিজের প্রতি তাঁর যে ধারণা ছিল, সেখানে আঘাত করছেন। ক্রমাগত এক ঘটনা তাঁর আত্মসম্মানে আঘাত করে। দিনভর কারও নজরদারির আওতায় থাকলে কেউ-ই নিজের সেরাটা দিতে পারে না। সবসময় ভুল ধরলে বা কারও সঙ্গে তুলনা করলে সঙ্গী একটা পর্যায় একা ও দিশেহারা হয়ে পড়বেন। তাই সবসময় কখনই ভুল নিয়ে আলোচনা নয়।
৩.একজন যদি সম্পর্ক ডমিনেট করার চেষ্টা করেন। সব ক্ষেত্রে তার বক্তব্যই শেষ কথা হয়ে দাঁড়ায়, তা সম্পর্কের জন্য অত্যন্ত নেতিবাচক।
৪. আপনি যখন উলটোদিকের মানুষটার ভুল ধরতে ব্যস্ত হবেন তখন তাঁর ছোটছোট ভালোগুলো আপনার নজর এড়িয়ে যাবে। যার ফলে আপনার সঙ্গীর মনে হবে যে আপনি আর তাঁকে পছন্দ করেন না। যা সঙ্গীর উপর মানসিক চাপ বাড়াবে।
কী করবেন?
১. সঙ্গীকে বোঝান আপনি তাঁর সঙ্গেই রয়েছে। সঙ্গীর উন্নতি বা ইতিবাচক পরিবর্তন চাওয়ায় কোনও ভুল নেই। আপনি তাঁকে নিজের মতো করে বোঝাতেই পারেন। কিন্তু কোনওভাবে জোর করবেন না।
২. সঙ্গীকে সম্মান করুন। তার মতামত, ধারণাকেও গুরুত্ব দিন।
৩. নিজের মতামত বোঝাতে গিয়ে সঙ্গীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়াবেন না। তাতে সমস্যা সমাধানের বদলে বাড়ে। সঙ্গীকে বোঝান আপনার অনুভূতি, কেন খারাপ লাগছে তা নিয়ে খোলাখুলি কথা বলুন।
৪. আপনার সঙ্গীর একটা নিজস্ব সত্ত্বা আছে। সেটাকে কখনও নষ্ট করে নিজেরটা চাপাবেন না। বরং তার কথাও শুনুন।
৫. প্রেম, সম্পর্কটা প্রজেক্ট নয়, পার্টনারশিপ। ভুল না খুঁজে মেনে নিয়ে এগিয়ে যাওয়াই উদ্দেশ্য হোক। তাই কখনও ভুলত্রুটির জন্য সঙ্গীকে ছোট করবেন না। তাতে নষ্ট হবে সম্পর্ক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.