সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘চকোলেট’ নামে হলিউডে তৈরি হয়েছিল একটি ছবি। সেই ছবিতে জুলিয়েট বিনোসের চরিত্র ঘরে তৈরি চকোলেট দিয়েই মানুষের মন জয় করে নিতেন। তবে তার চকোলেটের বিশেষত্ব হল, মানুষের মন চিনে নেওয়া! অর্থাৎ মানুষের পছন্দ, অপছন্দ, মনের কথা জেনেই জুলিয়েট তৈরি করতেন চকোলেট (Chocolate Day)। আর তার এই চকোলেট খেলেই, প্রেমে পড়তে বাধ্য।
১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’। তবে তার আগে গোটা ৭ দিন ধরে প্রেমের সপ্তাহ। যেমন, সোমবার ‘গোলাপ দিবস’ পার করে, মঙ্গলবার ‘প্রোপোজ ডে’। আর ৯ ফেব্রুয়ারি ‘চকোলেট ডে’। এই দিনটাতে প্রিয় মানুষের মন পেতে হলিউডের ‘চকোলেট’ ছবির কায়দা অনুসরণ করতেই পারেন। আপনিও ঘরে তৈরি করতে পারেন চকোলেট। কীভাবে?
যা লাগবে-
আধ কাপ কোকো পাউডার, দু টেবিল চামচ মাখন, এক টেবিল চামচ সাদা তেল, তিন টেবিল চামচ মধু, খুব অল্প নুন।
তৈরি করুন-
বড় একটি পাত্রে প্রত্যেকটি উপাদান মিশিয়ে নিন। ভাল করে নাড়াতে থাকুন। যাতে সব উপদানগুলি ভাল করে মিশে যায়। লক্ষ্য রাখুন এই মিশ্রণ যেন বেশি পাতলা না হয়। যাঁরা মিষ্টি বেশি পছন্দ করেন তাঁরা ইচ্ছে করলে একটু বেশি পরিমাণ মধু এই মিশ্রণে দিতে পারেন। মিশ্রণ ঘন হয়ে এলে চকোলেটের শেপ দিতে হবে। এক্ষেত্রে চকোলেট বারের মত তৈরি না করে চকোলেট বলও তৈরি করতে পারেন। যদি চকোলেট বার তৈরি করতে চান তবে একটি পাত্রে মাঘন মাখিয়ে উপরে মিশ্রণ ঢেলে সমানভাবে ছড়িয়ে বেলনির সাহায্যে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পর পছন্দসই আকারে কেটে নিন। ইচ্ছে করলে হৃদয়ের আকারেও কেটে নিতে পারেন। এরপর ফ্রিজে রেখে দিতে হবে এক ঘণ্টার জন্য। এক ঘণ্টা পর বের করে নিন। তৈরি আপনার চকোলেট। ঘরে বানানো এই চকোলেট ফ্রিজে ৭-১০ দিন পর্যন্ত ভাল থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.