সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খোলা পণ্যের দিন শেষ। আজকাল প্যাকেটজাত পণ্যেই আস্থা বেশি মানুষের। একদিকে খাদ্যগুণ বজায় থাকে এই সব পণ্যে। অন্যদিকে হাইজিন রক্ষা হয়। আর সেই পথেই হেঁটেছে ভরসার ইমামি অ্যাগ্রোটেক লিমিটেড। পুজোর আগেই তাদের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইমামি হেলদি এন্ড টেস্টি বাজারে নিয়ে এল চাক্কি আটা, ময়দা ও সুজি। স্বাস্থ্যসচেতন মানুষের ঘরে ঘরে এই নতুন পণ্যগুলি পৌঁছে দেওয়ার সুযোগ করে দিল তারা।
খাদ্যরসিক মানুষের হেঁশেল মানেই এতদিন ইমামি ভোজ্য তেল ও মশলা। ক্রায়োজেনিক গ্রাইন্ডিং প্রযুক্তিতে তৈরি এই তেল ও মশলায় প্রকৃতিক পুষ্টিগুণ ধরে রাখা হয়। সম্প্রতি পণ্য উৎপাদন বাড়িয়ে ইমামি অ্যাগ্রোটেক নিয়ে এল তাদের নতুন পণ্য ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ফ্রেশ চাক্কি আটা, ময়দা ও সুজি।
ইমামি গ্রুপের ডিরেক্টর বিভাশ ভি. আগরওয়াল জানান, “এই প্রচেষ্টা শুধু নতুন পণ্য উৎপাদন নয়, এটি উদ্দেশ্যপূর্ণ একটি পদক্ষেপ।” মানুষের খাদ্যাভ্যাসে এই নতুন পণ্যগুলি স্বাদে ও গুণমানে নিত্যদিনের প্রয়োজন উঠবে বলেই তারা মনে করছেন।
খাঁটি গমের তৈরি এই ফ্রেশ চাক্কি আটায় কোনও কৃত্রিম প্রিজারভেটিভ নেই। এই আটা দিয়ে তৈরি রুটি অনেকক্ষণ নরম ও টাটকা থাকে।
এই আটা প্রোটিন, ফাইবার ও ভিটামিন বি সমৃদ্ধ। ইমামি ময়দা ও সুজিও বেশ মিহি ও স্বাস্থ্যকর।
নতুন এই পণ্যগুলির দাম রাখা হয়েছে
আটা: ১ কেজি ৫৬ টাকা এবং ৫ কেজি ২৮০ টাকা।
ময়দা: ৫০০ গ্রাম ৩৩ টাকা এবং ১ কেজি ৬৪ টাকা।
সুজি: ২০০ গ্রাম ১৪ টাকা এবং ৫০০ গ্রাম ৩৫ টাকা।
(Sponsored content)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.