Advertisement
Advertisement
Kolkata Cafe

কলকাতার ক্যাফেতে এবার অপারেশন সিঁদুর! দেওয়াল-মেনুতেও ‘যুদ্ধে’র আঁচ

ক্যাফের দেওয়াল তিনভাগে ভাগ করা হয়েছে। রং-তুলির সাহায্যে সেখানে ফুটে উঠে অপারেশন সিঁদুর।

Kolkata Cafe decorated with operation Sindoor interior
Published by: Paramita Paul
  • Posted:May 14, 2025 3:22 pm
  • Updated:May 14, 2025 3:27 pm  

রমেন দাস: ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির ছাপ এবার কলকাতার ক্যাফেতে। ভারতীয় অস্ত্রশস্ত্র থেকে পড়শি দেশের ব্যর্থতা, ফুটে উঠেছে ক্যাফের দেওয়ালে। এমনকী, এদেশের গর্ব সুদর্শন চক্র বা এস ৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম উঠে এসেছে মেনুতে!

Advertisement

২২ এপ্রিল পহেলগাঁওয়ে বৈসরণে জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। তারপরই পড়শি দেশের মদতপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ভারত। হামলার ১৪ দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীর এবং মূল পাক ভূখণ্ডের অন্দরের জঙ্গিঘাঁটিগুলিকে নিশানা করে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। গুড়িয়ে দেওয়া হয় ঘাঁটিগুলি। খতম হয় শতাধিক জেহাজি। পালটা ভারতীয় ভূখণ্ডের স্কুল-কলেজ-হাসপাতাল সহ একাধিক লোকালয়কে টার্গেট করে পাক সেনা। আকাশ পথে হামলার ব্যর্থ চেষ্টা করে তারা। ভারতীয় প্রতিরোধের সামনে মাথা নোয়াতে হয় পাক হামলাকারীদের। দু’দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। কলকাতার এক ক্যাফের দেওয়ালে সেই পরিস্থিতির ছবি তুলে ধরা হয়েছে।

ক্যাফের দেওয়াল তিনভাগে ভাগ করা হয়েছে। রং-তুলির সাহায্যে সেখানে ফুটে উঠে অপারেশন সিঁদুর। কোথাও আঁকা হয়েছে মানচিত্র, কোথাও এয়ার ডিফেন্স সিস্টেম তো কোথাও আবার রণতরীর ছবি। একদিকের দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে ভারত-পাকিস্তানের মানচিত্র। তো পাশের দেওয়ালে আঁকা হয়েছে ভারতীয় রণতরী সঙ্গে রাফালে যুদ্ধবিমানের ছবি। ফুটিয়ে তোলা হয়েছে পাক জঙ্গিঘাঁটিতে হামলার ছবি। ভারতীয় সেনার সাফল্যগাথা। বিষয়টি দেখে আপ্লুত প্রাক্তন নৌসেনা আধিকারিক নীলাঞ্জন দাম। বলছেন, “অপারেশন সিঁদুর চলছে। সাধারণ মানুষের মনেও তার প্রতিফলন পড়েছে। তাঁরাও সেনার পাশে আছে। ক্যাফের দেওয়ালে সেনার সাফল্যের ছবি সেই কৃতজ্ঞতার প্রতিফলন। দারুণ উদ্যোগ।”

শুধু দেওয়াল নয় মেনুতেও রয়েছে অপারেশন সিঁদুরের প্রতিফলন। এ প্রসঙ্গে ক্যাফের অধিকর্তা পাপিয়া ভৌমিক বলেন, “মেনুতে তিনধরনের খাবার রয়েছে। সুদর্শন পাস্তা, সুদর্শন রাইস এবং সুদর্শন লেমন চিকেন। তিন রঙের তবে এগুলো শুধুমাত্র ভারতীয় সেনার জন্য। ক্যাফেতে আসা অন্যদের জন্য নয়। ভারতীয় সেনাদের জন্য ২০ শতাংশ ছাড় দেওয়া হবে।”

দেখুন ভিডিও

 

 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement