Advertisement
Advertisement
Easy recipe

উপোসের দিনে এভাবে ঝটপট বানান সবজি সাবুর খিচুড়ি, স্বাদে-পুষ্টিতে ভরপুর

সহজেই রাঁধতে পারবেন এই রেসিপি।

Maha Shivratri 2024: This how you can make Sabu dana khichri
Published by: Sandipta Bhanja
  • Posted:March 8, 2024 8:18 pm
  • Updated:March 8, 2024 8:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিবরাত্রি উপলক্ষে উপবাস অনেকেই করেন। সারাদিন খালিপেটে থেকে অনেকেরই নিয়ম থাকে চালের কোনও পদ না খাওয়া। তাই সাবুর খিচুড়ি সেফ একেবারে। সহজেই রাঁধতে পারবেন এই রেসিপি। জেনে নিন।

Advertisement

উপকরণ-

সাবুদানা, গাজর, আলু সেদ্ধ ছোট চৌকো করে কাটা, ২-৩ টি কাঁচালঙ্কা, ১/২ টমেটো কুচিঁ, ২টেবিল চামচ কারিপাতা, ১চা চামচ গোটা জিরে, ১চা চামচ আদাবাটা, স্বাদ অনুযায়ী সন্ধক নুন, ২টেবিল চামচ তেল/ঘি
স্বাদ মতো মিষ্টি, ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো

প্রণালী-
সাবু দানা খুব ভাল করে ধুয়ে নিতে হবে যাতে স্টার্চ না থাকে। এবার সাবুদানা জলে ভিজিয়ে ২-৩ঘন্টা রাখুন। সাবু ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার বাড়তি জল ঝড়িয়ে রাখতে হবে। আলু সেদ্ধ করে কেটে নিন। টমেটো, গাজর ছোট টুকরো করে কাটতে হবে। আদা বেটে নিন।

এবার প্যনে ঘি/তেল দিয়ে গরম হলে জিরে ফোড়ন দিন। ভাজা গন্ধ বেরলে কারিপাতা দিয়ে নেড়ে চেড়ে গাজর কুচি দিয়ে অল্প ভেজে আলু ও আদা কুচি দিয়ে ভাজতে হবে। এই সময় আন্দাজমত নুন দিতে হবে। টম্যাটো ও কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে মিষ্টি দিতে হবে। এবার সাবুদানা দিয়ে হালকা হাতে নাড়তে হবে। ঢাকনা বন্ধ করে ফুটতে দিন মিনিট খানিক। সবজি দিয়ে এই সাবুর খিচুড়ি দারুণ লাগে উপোস মুখে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement